সম্প্রতি ইভান ব্লাস যে ছবি ফাঁস করেছিল, সেই HTC 10 এর কিছু অংশের কিছু পরিবর্তন করেই আসছে HTC Bolt । এই ফোনটিতেও হেড ফোন এর জ্যাক রাখা হয়নি। এটা মিডরেঞ্জার, ফ্লাগশিপ অফার করেনা। ছবিটিতে আরও প্রকাশ করেছে যে এটা Marshmallow না এনে বরং Sense-skinned Android 7.0 Nougat আনছে।
এই ৫.৫ ইঞ্চি ডিভাইস টি HTC 10 মডেলের চেয়ে সামান্য কিছু বড় এবং এটি 3 GB Ram বিশিষ্ট। মেমরি 64 GB যা মাইক্রো এস. ডি. কার্ড দ্বারা বৃদ্ধি করা যাবে। রেয়ার ক্যামেরা হবে 18Pxl।
মজার বিষয় হল যখন HTC বুম অডিও সাউন্ড টেকনলজি দিতে পারত সেখানে তারা শুধু নিচের দিকে একটি স্পিকার রেখেছে। এতে ফিঙ্গার প্রিন্ট স্কানার আছে সামনের কাপটিভ বাটনে।
মূল্য নিয়ে এখনও আমাদের কাছে কোন তথ্য নাই কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে ফোনটি আমেরিকার বাজারে