বিগত ৭ বছর ধরে এক্সপো মেকার আয়োজিত এ ল্যাপটপ মেলা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসাবে পরিচিতি পেয়েছে। এ মেলা দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে কাঙ্খিত একটি আয়োজন। এবার ল্যাপটপ মেলার ১৪তম আসর।
আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, “বিগত কয়েক বছরে প্রতিটি ল্যাপটপ মেলা নিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের যেমন আগ্রহ দেখা গেছে, তেমনি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো। তিনি আরও জানান, এবারের মেলায় নতুন প্রজন্মের প্রযুক্তিপ্রেমের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু বিশেষ আয়োজন থাকছে। দেশের বাজারে আসেনি এমন অনেক পণ্য প্রথমবারের মতো দেখা যাবে এ মেলায়।
নাহিদ জানান, মেলায় এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা। এক্সপো মেকার আয়োজিত মেলাগুলো প্রযুক্তিকে সবার কাছে তুলে ধরার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে কয়েক বছর ধরেই। এবারের মেলায় ৩৮টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তি পণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব ল্যাপটপ, নোটবুক, নেটবুক যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীর পাশাপাশি মেলার গেইমিং জোনে গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দেশের প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ল্যাপটপ এখন দেশের মধ্যবিত্ত জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। ভিন্নমুখী সুবিধার কারণে মোবাইল ডিভাইস হিসাবে এটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে।