
সময়ের
 সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ব্যস্ততা। এই শহরে ব্যস্ততার জন্য অন্যদিকে ফিরে 
তাকানোর সময়ও নেই কারো কারো। তাই হয়তো সময় বাঁচাতেই অনেকেই ছবিটির মতো 
যাতায়াত করছেন। 
দুর্ঘটনা এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতেই সড়কের বিভিন্ন জায়গায় ফুটপাত ঘিরে
 লোহার বেড়া দেওয়া হয়েছে। যেন চলার পথে যে কেউ রাস্তায় এসে না পড়ে। তাহলে 
হয়তো বা রাস্তায় চলন্ত গাড়িটিই উপরে এসে পড়তে পারে। কিন্তু সেই আশঙ্কাকে 
বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি চলাচল করছে অনেকে। ছবিটিই তার প্রমাণ।
সামান্য একটু পথ, বড়জোর এক  থেকে দুই মিনিট হাঁটতে হবে বলে, ফুটপাত 
সংলগ্ন লোহার বেড়ার ফাঁক গলে রাস্তায় নামছেন কেউ কেউ। আবার রাস্তা থেকে 
ফুটপাতে উঠছেন অনেকে। 
ছবিটির মতো এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর ব্যস্ততম জায়গা ফার্মগেট 
এলাকায়। এখানকার আনোয়ারা উদ্যান সংলগ্ন ফুটপাত থেকে রাস্তায় আর রাস্তা থেকে
 ফুটপাতে লোহার বেড়ার ফাঁক দিয়ে যাতায়াত করছেন পথচারীদের অনেকেই।
ছবি: সংগৃহীত