ক্যারিয়ার নিয়ে বেশিরভাগ চাকরিপ্রার্থী দ্বিধা-দ্বন্দ্বে ভুগেন। কোন পেশাটি তার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তা তারা বুঝে উঠতে পারে না। এসব কারণে তারা ঠিকমত চাকরির প্রস্তুতি নিতে পারেন না। কয়দিন এটা ভালো লাগে কয়দিন ওটা ভালো লাগে। অনেকে এ সমস্যার কারণে নিজেকে তার উপযুক্ত অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হোন। সুতরাং, আমাদের প্রত্যেকের উচিত ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হওয়া। আপনি কোন পেশাটির জন্য উপযুক্ত ও পেশা কিভাবে বাছাই করবেন তা জানার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন। আশা করা যায় এ নিয়মগুলো অনুসরণ করলে আপনি ক্যারিয়ার নিয়ে আর দ্বিধা-দ্বন্দ্বে ভুগবেন না।
নিজেকে মূল্যায়ন করুন
ক্যারিয়ার বাছাইয়ের আগে অবশ্যই নিজেকে বুঝতে হবে। আপনার আগ্রহ, দক্ষতা, ব্যাক্তিগত বৈশিষ্ট্য ও অত্মসম্মানবোধ এ সবকিছু অনুসারে আপনার জন্য কোন পেশাটি উপযুক্ত তা বোঝার চেষ্টা করুন। যদি নিজেকে ভালোমত বুঝতে না পারেন তবে ক্যারিয়ার কনসালটেন্টের সহযোগিতা নিয়ে নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করুন। মনে রাখবেন, যদি নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে না পারেন তবে আপনার পক্ষে সঠিক পেশা বাছাই করা প্রায় অসম্ভব হবে।
আপনার উপযোগী সব পেশা নিয়ে একটা লিস্ট তৈরি করুন
আপনার যোগ্যতা দ্বারা যেসব পেশায় নিয়োজিত হওয়া সম্ভব তার একটা লিস্ট তৈরি করুন। লিস্টটা নিশ্চয়ই অনেক বেশি দীর্ঘ হবে। আপনার মানসিকতা অনুযায়ী যেসব পেশায় কাজ করা আপনার দ্বারা সম্ভব না এগুলোতে লাল দাগ দিন। এভাবে আস্তে আস্তে লিস্টটিকে ছোট করতে থাকুন। সর্বোচ্চ ৫টি থেকে ১০টি পেশা নিয়ে একটি চূড়ান্ত তালিকা তৈরি করুন।
চূড়ান্ত লিস্টটি নিয়ে ভালমত গবেষণা করুন
আপনি চূড়ান্ত যে লিস্টটি তৈরি করেছেন তা নিয়ে গবেষণা শুরু করুন। কোন পেশাটির জন্য কি ধরণের শিক্ষাগত যোগ্যতা লাগবে, পেশাটির ধরণ কেমন, কি কি সুবিধা থাকছে ও কোন পেশায় কেমন উপার্জন করা যাবে তা ভালভাবে জেনে নিন।
তথ্য সংগ্রহ করুন
যেসব পেশা সম্পর্কে আপনার কাছে কোন তথ্য নেই এগুলো সম্পর্কে সঠিক তথ্য নেয়ার জন্য ঐ পেশায় নিয়োজিত কোন লোকের সাথে যোগাযোগ করুন। সবসময় সঠিক সূত্র থেকে তথ্য নেওয়ার চেষ্টা করুন। ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন নিবন্ধ পড়লে আপনি প্রচুর তথ্য সংগ্রহ করতে পারবেন।
লিস্টটিকে আরো ছোট করুন
গবেষণার মাধ্যমে আপনি যেসব তথ্য পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনার লিস্টটিকে আরো সংক্ষিপ্ত করুন। উচ্চতর ডিগ্রী প্রয়োজন এমন চাকরি আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিন, যদি আপনার পক্ষে এই মুহূর্তে উচ্চতর কোন ডিগ্রী নেওয়া সম্ভব না হয়। অথবা আপনি যেমন বেতন আশা করছেন তা যেসব পেশায় না পাওয়ার সম্ভাবনা আছে এগুলো আপনার লিস্ট থেকে বাদ দিন।
লক্ষ্য ঠিক করুন
আপনার জন্য সবচেয়ে উপযোগী পেশাটি বাছাই করুন। আপনার উপযোগী পেশাটিতে পৌঁছানোর জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্য ঠিক করুন। গভীর মনযোগ দিয়ে লক্ষ্যগুলোকে বাস্তবায়নের চেষ্টা করুন।
একটি ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান লিখুন
লক্ষ্যগুলো আলাদা আলাদাভাবে লিখুন এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করুন। আপনার লক্ষ্যগুলোকে বাস্তবায়নের জন্য ‘ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান’ আপনাকে সহযোগিতা করবে।
প্রশিক্ষন নিতে শুরু করুন
আপনি যে পেশাটিকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন সেটির জন্য পর্যাপ্ত প্রশিক্ষন নিতে শুরু করুন। কোন একটা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নেয়ার চেষ্টা করুন। আপনার আকাংক্ষিত চাকরির উপযোগী কোন কোর্স থাকলে তা করে ফেলুন। মোটকথা, যতভাবে নিজেকে উপযুক্ত করে তোলা যায় ততই আপনার জন্য উত্তম।