বসন্তের শিমুলেরা সবুজে রঙ মাখুক
নীল আকাশের তলে লাল-সবুজ গালিচা সাজুক,
শীতল হাওয়ায় পাখ দুলিয়ে কোকিল ডাকুক
পাগল করা মিষ্টি সুরে শব্দেরা বাজুক।
এ আমার জন্য নয় !
এ মনে আজও গৃষ্মের তাপ নিয়ে
বিষাদ শুণ্যতা বরফের মতো জোমে আছে,
শুধু কী প্রকৃতির প্রেমে সে বরফ গলে,
তবে তোমার প্রেমের উষ্ণতা সে কেনো ?
তবে কেনই বা অপেক্ষা এ ফাগুনের
যদি আগুন না লাগে এই পিঞ্জরে,
চৌচির করে বিষাদ সিন্ধু আমার
কেন বাজে না মনে কুহু কুহু সুর।
কতো ফাগুন আর পুষবো শীমুল রঙ
তোমার পথে কি তবে শীমুল কাঁটায় ভরা,
নাকি ঘুরে ফিরো অবারিত ফাগুন ছুঁয়ে
খুব খেয়ালে আমায় আড়াল করে ?