নিয়ে নিন ৩ গিগাবাইট হোষ্টি সহ ফ্রি ওয়েবসাইট!!! (আজীবনের জন্য)

মোঃ আব্দুল মাজেদ সরকার | ২:১৫ PM |
এখন আমাদের দেশে প্রচলিত পন্থা হলো, টিচার ছাত্রদের শিখাবে। কিন্তু টিচার যতটুকু জানেন তার সবটুকু কিন্তু শিখাবেন না, ধরুন টিচারের জ্ঞানের ৮০% তার ছাত্রদের শিখাচ্ছেন। আর তার ছাত্ররা ভবিষ্যৎতে টিচার হচ্ছে এবং তাদের ছাত্রদের ৮০% শিখাচ্ছে। তাহলে দেখা যায় যে, এভাবে জ্ঞানের পরিসর আস্তে আস্তে কমতে থাকে।
কিন্তু আমারা ব্লগাররা মানে সত্যিকারের ব্লগাররা আমরা যতটুকু জানি সেটাতো শিখাই বরং আমরা যা জানি না তাও শেখাতে চেষ্টা করি। যেমন আজ, আপনারা জানেন যে আমার এই ওয়েবসাইট বিল্ডিং বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু আজ এই টিউনটি পড়ার পর কি তা আপনাদের মনে হবে।??
আপনারা তো শুধু টিউন নিশ্চুপে পড়ে চলে যান। আর কেউ কেউ কমেন্ট রেখে যান আমাদের জন্য। আপনারা হয়তো জানেন না, আপনাদের এই কমেন্টসগুলোই আমাদের ব্লগারদের মূল প্রেরণা ব্লগিং এর জন্য। খারাপ কমেন্টের জন্য হয়তো কেউ ব্লগিংই ছেড়ে দিয়েছে। কিন্তু আমি?? বিশ্বাস করবেন না গেমস জোনের শুরু দিকে প্রচুর খারাপ কমেন্ট পেয়েছি। কিন্তু আমি একদমই আলাদা। যাই হোক টিউনে আসি,

নতুন একটি সাইট চালু হয়েছে হোষ্টYD। এবং তাদের বেটা সংস্করণের জন্য ৩ গিগাবাইট হোষ্টি সহ ফ্রি ডোমেইন দিচ্ছে তাদের ইউজারদের জন্য। তবে আমি বুদ্ধি করে আপনাদের জন্য আনলিমিটেড ফ্রি হোষ্টি পন্থা বের করেছি তাহলো যদি আপনারা আমার লিংক হতে সাইটটিতে সাইন আপ করেন । যাই হোক সেটা আপনাদের ব্যাপার চলুন টিউনে চলে যাই।

ধাপসমূহঃ

> প্রথমে এই লিংকে যান:
Click here

> যেই সাইটটি আসবে সেখান থেকে অর্ডার নাও (Order Now) বাটনে ক্লিক করুন

> এবার ফর্মটি পূরণ করুন এবং আপনার ইমেইল টি চেক করে একাউন্ট টি ভেলিড করে নিন

> এবার hostyd.com/login এই লিংকে যান এবং আপনার ইউজার নেম এবং পাসওর্য়াডটি দিয়ে লগ ইন করুন

> আপনার প্রোফাইল তৈরি এবং হোষ্টিও রেডি। এবার শুধু ডোমেইন লাগবে।

> এখন আপনার আগে থেকেই যদি কোনো পেইড ডোমেইন রেজিষ্টেশন করা থাকে তাহলে Domain Checker অপশনে গিয়ে আপনার ডোমেইনটি এখানে আনতে পারেন।

> এই পেজ হতে Transfer Domain বাটনে ক্লিক করুন যদি আপনি আপনার পেইড ডোমেইনটি এই হোষ্টিংয়ে আনতে চান তবে। আর রেজিস্টার নিউ বাটনে ক্লিক করুন যদি নতুন পেইড ডোমেইন খুলতে চান তবে।

> পেইড ডোমেইন কেনার টাকা নেই অথবা ফ্রি ওয়েবসাইট খুলতে চান? তাহলে Hosting বাটনে ক্লিক করুন এবং Create New Account বাটনে ক্লিক করুন।

> হোষ্টিং প্ল্যান হতে Free নির্বাচন করুন এবং Select বাটনে ক্লিক করুন।

> নতুন পেজে Subdomain অপশনটি টিক রেখে আপনার পছন্দ অনুযায়ী সাইট তৈরি করুন। প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া হয়ে গেলে Create বাটনে ক্লিক করুন।

> এবার আবারো হোষ্টি বাটনে ক্লিক করুন আর আপনার নতুন তৈরি কৃত সাইটটিতে Switch বাটনে ক্লিক করে আপনার সাইটের Cplanel এ যান।

> আপনার Cplanel পেইজে অনেক অপশন পাবেন। যেগুলো বুঝেন সেগুলোকেই সাজিয়ে নিন আপনার মতো । তবে যেগুলো না বুঝেন সেগুলোতে হাত না দেওয়াই ভালো।

> এবার Website অপশন হতে Auto Installer বাটনে ক্লিক করুন।

> এবার আপনার সাইটি কি রকমের সাইট বানাতে চান তা লিষ্ট হতে সিলেক্ট করুন।











> যেমন আমি ফোরাম সাইট খুলতে চাই তাই ফোরাম লিষ্ট থেকে আমার পছন্দ মতো phpBB ধাঁচটি সিলেক্ট করলাম।

> এবার পরবর্তী পেইজে আপনার সাইটের ইউজার নাম আর পাস দিয়ে ফোরামটি ইন্সটল করুন। মনে রাখবেন, পাস এবং ইউজার নেম দিয়েই আপনি আপনার ফোরামে লগ ইন করতে পারবেন ।

> এবার আপনার সাইটে যান। ফোরাম ইন্সটল হয়েছে!!



ফ্রি ডোমেইনঃ
আর কত .wordpress.com / blogspot.com বা .tk ডোমেইন ব্যবহার করবেন বলুন??? ডোমেইনে ভিন্ন স্বাদ আনুন মামা!!

নিচে আপনার পছন্দ মতো যেকোনো একটি ডোমেইন সাইটে গিয়ে আপনার পছন্দমত ফ্রি ডোমেইন আইডি খুলে ফেলুন:

> .free > http://www.dotfree.com  (কেমন হবে যদি আপনার সাইটটি music.free ডোমেইনে হয়!!)
> .ml > http://www.freedomregistry.com/
> .cf > http://www.freedomregistry.com/
> .ga > http://www.freedomregistry.com/

>>> সকল ফ্রি ডোমেইন লিষ্ট পেতে http://www.getfreedomain.name/ এই সাইটে যান।
এবার নতুন ডোমেইন কে আপনার হোষ্টিং এর সাথে মিলিয়ে নিন DNS সিস্টেম করে!!
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.