ভালবাসার ভাব প্রকাশ।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১২:৩৬ PM |
ভালবাসার মানুষ বলে কথা, যেনতেন লোক হলে কি হয়?
বন্ধু ছাড়া যেমন জীবন চলেনা, প্রেম ছাড়াও তেমনি ভালবাসা ভালো লাগে না। 
ভালোবাসার মানুষটি মাঝে তাই প্রেম এবং বন্ধুত্ব দুটোই থাকতে হবে।
প্রেমিক আর বন্ধুকে নিয়ে তাই ঝামেলাও অনেক ঘটে।
মাঝে মাঝে কেন যেন খটকা লাগে যায়। প্রেমিক ভালো বন্ধু হতে পারে নাকি বন্ধুই ভালো প্রেমিক হতে পারে? 
এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি।


জীবনে বন্ধুর ভূমিকা
বন্ধু হচ্ছে পলিথিনের মত যখন যে অবস্থাতেই রেখে দেয়া হক না কেন তার অস্তিত্ব আজীবন টিকে থাকবে। 
ঠিক তেমনি সত্যিকারের বন্ধু আজীবন পাশে থাকে। বিশ্বাস হচ্ছে বন্ধুত্বের মূল ভিত্তি। 
তাই বন্ধুকে অবশ্যই সৎ ও বিশ্বাস্ত হতে হবে।


প্রেম আগে নাকি বন্ধুত্ব আগে? 
প্রেম আগে নাকি বন্ধুত্ব আগে জানতে চাইলে সবার একটাই উত্তর অবশ্যই বন্ধুত্ব আগে। 
ভালবাসার প্রথম শর্তই হলো বন্ধুত্বপূর্ণ মনোভাব।
 সেক্ষেত্রে বন্ধুর সাথে প্রেম করতে গেলে আগে বন্ধুত্ব তৈরি করতে করতে হবে।

ভালোবাসার মানুষটি কেমন হবে। 
প্রেমিক/প্রেমিকার দায়িত্ব বন্ধুর চেয়ে অনেক বেশি। প্রেমিক/প্রেমিকার সমঝোতা পূর্ণ মনোভাব থাকলেই যথেষ্ট বলে আমি মনে করি। 
প্রেমিক হোক আর প্রেমিকাই হোক যারা তাদের প্রেমকে প্রতিষ্ঠা করতে চান তাদের অবশ্যই 
একে অপরের প্রতি বিশ্বাস একান্ত জরুরী ব্ল আমি মনে করি।
যে কোন সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপর।
তাই ভালবাসার মানুষটিকে কখনই অবিশ্বাস করবেন না। 
নিযেও এমন কোন কাজ করবেন না যাতে আপনার প্রিয় মানুষটি আপনার প্রতি বিশ্বাস ফেলে।
আধুনিকতার নামে কখনই পবিত্র সম্পর্কটাকে নোংরা করবেন না।
 নিজ নিজ ধর্ম পালন করুন আপনার ভালবাসা আর সৃষ্টি কর্তার উপর বিশ্বাস রাখুন।
আপনার ভালবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই সৃষ্টি কর্তা আপনার ভালবাসার প্রতিদান দিবেন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.