ভালোবাসা কি?

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৩৬ AM |


১। ভালোবাসা হচ্ছে অচেনা দু’টি কষ্টি পাথরের অদৃশ্য আকর্ষণ। 
যে আকর্ষণে আকর্ষিত হয়ে একে অপরের কাছাকাছি হওয়ার চেষ্টা চালায়। 
হতে চায় বিনি সুতার মালার পুঁথি। কেউ কেউ এ মালার পুঁথি হতে পারলেও
 অনেকের ভাগ্যেই জোটে না পুঁথি হওয়ার। কে যেন অদৃশ্য বাঁধা হ্যে দাঁড়ায়। 
এ বাঁধার কারণ খুজতে গিয়েই ফুরিয়ে যায় জীবন। 

২। ভালোবাসা হলো সুন্দর একটা সম্পর্ক। যা ছোঁয়া যায় না, 
এর সম্পূর্ণটাই অনুভূতির ব্যাপার। মনের মধ্য কোণে এর বসবাস।
 নির্দিষ্ট কিছু কথা, ব্যাখ্যা দিয়ে এর পরিপূর্ণ প্রকাশ ঘটানো সম্ভব নয়।

৩। ভালোবাসা হচ্ছে  পবিত্র বন্ধন। হতে পারে মা-বাবার সন্তানের প্রতি।
 আবার ভালোবাসা হচ্ছে  একটু অন্যরকম যেখানে নীল প্রজাপতি এসে ছুঁয়ে যায় মনেরনীল আকাশ।
 বলে ‘তোমায় ভালোবাসি’। এখানে রোমান্টিক কবিরা এসে মনের মাঝে ভিড় করে 
এবং সেক্সপিয়ারের মতো বলে ওঠে- 
‘Love is blind, Lover cann’t see’ and that will exist between you and me.

৪। ভালোবাসা হচ্ছে হৃদয়ের গহীন কণ থেকে উঠে আসা অনিয়ন্ত্রিত আবেগ, 
যা মানে না কনো বয়স। ছোট বড় তালার মতো সব বয়সের কপাটে  হঠাৎ করে ঝুলে পড়ে। 
ভালোবাসা কখনও অখনও হয়ে যায় নীল কষ্ট। সারা জীবনের জন্য ক্ষত-বিক্ষত করে দেয় মনকে। 
আবার উপযুক্ত হৃদয়ে স্থান পেলে সৃষ্টি করতে পারে বিশাল জগৎ।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.