তারবিহীন প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। আর এবার এই প্রযুক্তিতে নাম লেখালো নোকিয়া। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি দেখিয়েছে ওয়ারলেস চার্জিং প্যাড যা ব্যবহার করা যাবে নির্দিষ্ট মডেলের লুমিয়া ফোনের সাথে। এছাড়া লুমিয়া সিরিজের অপর একটি ফোন এনেছে প্রতিষ্ঠানটি যেটি কোন প্রকার তার ছাড়াই ডিসপ্লে শেয়ার করতে পারে টিভির সাথে।
"নোকিয়া" নামক এই তারবিহীন চার্জারটি অন্যান্য তারবিহীন চার্জারের মতই কাজ করে। তবে এতে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। ব্যবহারকারী তার ফোনটিকে ব্লুটুথের সাহায্যে এর সাথে সংযুক্ত করলে এটি চার্জ পেতে শুরু করবে। এছাড়া কোন প্রয়োজন হলে এতে বাতি জ্বলে উঠবে। মজার ব্যাপার হল, আপনার ফোনের চার্জ যদি একেবারেই কমে আসে, তাহলে এই চার্জার নিজে থেকেই সেটি আপনাকে জানিয়ে দেবে। Qi স্ট্যান্ডার্ড মেনে এই চার্জারটি তৈরি করা হয়েছে। ফলে একই ধরণের অন্যান্য ব্র্যান্ডের ফোনেও চার্জ দেওয়ার জন্য এই চার্জারটি ব্যবহার করা যাবে।
"নোকিয়া" অন্য চমকটি নোকিয়া দেখিয়েছে ওয়ারলেস ডিসপ্লে শেয়ারিং প্রযুক্তির ব্যবহার দেখিয়ে। HD-10 Wireless Screen Sharing For Lumia Phones, হচ্ছে দেখতে গোলাকার একটি বস্তু যা টিভির সাথে এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে যুক্ত থাকে এবং লুমিয়ার স্ক্রিনে থাকা সব কিছু টিভিতে দেখাতে পারে। এতে রয়েছে এনএফসি প্রযুক্তি, তাই শুধুমাত্র ফোন থেকে এটি চালু করেই নিলেই কাজ শেষ।
নোকিয়া জানিয়েছে, এই ডিভাইসটির মূল্য হবে প্রায় ১০০ ডলার। অন্যদিকে ওয়ারলেস চার্জিং ডিভাইসটির মূল্য হতে পারে ৭৮ ডলার।