এক টিবি ও দুই টিবির এ হার্ড ডিস্কে ওয়াই ফাই সুবিধা থাকায় এর সঙ্গে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস থেকে খুব সহজেই যুক্ত হওয়া যাবে। এমনটাই দাবি করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
বাজারের অন্যান্য হার্ড ডিস্কের সব সুবিধার পাশাপাশি এতে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
এছাড়া এ হার্ড ডিস্কে আছে ইনবিল্ট ব্যাটারি। এই ব্যাটারিতে চার্জ দিলে টানা ছয় ঘণ্টা ব্যবহার করা যাবে।
বর্তমানে শুধু অনলাইনের মাধ্যমেই ডিভাইসটি কেনা যাবে। তার জন্য অগ্রিম বুকিংও শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের শেষের দিকেই বিক্রি শুরু করা হবে। অনলাইনে কিনতে এক টিবির হার্ড ডিস্কের খরচ হবে ১৮০ ডলার (প্রায় ১৪ হাজার টাকা)।