দজ্জাল বউয়ের কবল থেকে বাঁচতে হেল্পলাইনে পুরুষদের আর্তি!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:০৮ AM | |
বাড়িতে টিকতে দেয় না! বউ কথায় কথায় চড়-থাপ্পড় লাগায়। প্লিজ, বাঁচান! কতদিন ভালো করে খাইনি। বউই সব খেয়ে নেয়। আপত্তি করলে বলে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেবে!
পুরুষকুলের আর্তিতে এখন বেজায় ফাঁপড়ে পড়েছেন মহিলা হেল্পলাইনের কর্মীরা। যত না মেয়েরা ফোন করছে, তার চেয়ে বেশি ফোন আসছে পুরুষদের! ছ'দিনেই যদি এই দশা হয়, তা হলে কী করে এই হেল্পলাইন চলবে, তা ভেবে দিশেহারা তারা।
ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশ। মহিলাদের যেকোনো ধরনের সমস্যা, যেমন শ্বশুরবাড়িতে অত্যাচার, শ্লীলতাহানি, ধর্ষণ ইত্যাদি ঘটলে ফোন করতে পারেন নির্দিষ্ট হেল্পলাইনে।

এই ঘটনাটি ভারতে ঘটলেও আমাদের দেশেও এ ধরণের ঘটনা একেবারেই কম নয়। 
আইনের অপব্যবহার করে নারীরা প্রতি নিয়ত একের পর এক অন্যায় করেও রেহাই পাচ্ছে।
তাই আমার মনে হয় যত দ্রুত সম্ভব আইন সংশোধন করে এ ধরণের অন্যায় ঠ্যাকানো সম্ভব।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.