অনুমোদন পেলো উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১:১৭ PM |
বেশ কিছু আবেদন জমা পড়ার পর অবশেষে যুক্তরাষ্ট্র সরকার হাই কোয়ালিটি স্যাটেলাইট ইমেজের অনুমোদন দিলো। এর ফলে এখন থেকে গুগল কিংবা বিংয়ের ম্যাপিং সার্ভিসে স্যাটেলাইট থেকে তোলা উচ্চ রেজ্যুলেশনের ছবি ব্যবহার করা যাবে।
এর আগ পর্যন্ত স্যাটেলাইট ফার্ম সমূহ সেসব ছবি ব্যবহার করতে পারতো না যেগুলোতে ৫০ সেন্টিমিটার এর ছোট ফিচার দৃশ্যমান হত। তবে এবার এটি পরিবর্তন করে ৩১ সেন্টিমিটার করা হয়েছে।
Digital Globe নামক একটি স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স এই অনুমোদন দেয়। এই খাতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই ধারনা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের।
ডিজিটাল গ্লোব শিগ্রই একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে। Worldview-3 নামক এই স্যাটেলাইটটি ম্যানহোল এবং মেইলবক্সের মত গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাতে পারবে। প্রতিষ্ঠানটির মতে, প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত এলাকার প্রকৃত ছবি পেতে সাহায্য করবে এই স্যাটেলাইট। তবে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির একটি স্যাটেলাইট SkySat-1 অরবিটে রয়েছে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.