আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে খুব সহজে Windows 8 activate করতে হয়,
আমি দুইদিন আগে Windows 8 দিলাম ,
কিন্তু Windows 8 activate করতে গিয়ে অনেক জামেলাই পরেছিলাম, তার পর
google এ খোজা সুরু করলা্ম, এবং একটি সহজ পদ্যতি পেয়ে গেলাম।
Windows 8 activate করার জন্য প্রথমে zip ফাইলটি Download করুন, এবং আনজিপ করুন।
আশা করছি আপনারা সফলভাবে উইন্ডোজ ৮ এর
একটিভেসন এর ফাইলটি ঠিক-ঠাক ভাবে ডাউনলোড করতে পেরেছেন। এবার আপনার
কম্পিউটার এ যা কাজ করছিলেন তা সম্পুর্নরুপে বন্ধ করে দিন, কারন আপনার
কম্পিউটার এবার বন্ধ হয়ে চালু হবে। এখন উইন্ডোজ ৮ কে সম্পুর্নরুপে একটিভ
করার জন্য Windows 8 pro Final Activator নামের ফাইলটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন।
উইন্ডোজ ৮ একটিভেটর প্রস্তুত হচ্ছে…
এবার আপনার উইন্ডোজ সফল ভাবে একটিভ হয়ে যাবে, এবং নিচের ছবির মত সিস্টেম প্রোপার্টিজ এ দেখতে পাবেন।
কেমন হল জানাতে ভুলবেননা, আর পোস্ট এ কোন ভুল হলে খমার দৃষ্টিতে দেখবেন।