শ্রীলঙ্কার একটি গ্রামে মাছবৃষ্টি

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:৫৫ AM |
শ্রীলঙ্কার একটি গ্রামে সোমবার মাছবৃষ্টি হয়েছে। গ্রামবাসী জানান, ঘরের চালে আকাশ থেকে ভারী কিছু পড়ার শব্দে তারা বাইরে ছুটে যান। খোলা মাঠে, বাড়ির আশপাশে, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে মাছ পড়ে থাকতে দেখেন তারা। সব মিলিয়ে তারা প্রায় ৫০ কিলোগ্রামের মতো মাছ কুড়িয়ে পেয়েছেন। ছোট ছোট মাছ কুড়িয়ে পাত্রে রেখে পানি ঢালামাত্রই সেগুলো লাফিয়ে ওঠে। তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা মাছগুলো সে দেশের পরিচিত মাছ। খাওয়ার উপযোগী এ মাছবৃষ্টিতে আনন্দভোজ হয় গ্রামটিতে। শ্রীলঙ্কার চিলাও জেলার একটি গ্রামে অস্বাভাবিক এ মাছবৃষ্টির ঘটনা ঘটে। অস্বাভাবিক এ মাছবৃষ্টিতে দারুণ আনন্দিত গ্রামবাসী। এ নিয়ে তারা রীতিমতো উৎসবে মেতে ওঠেন। বিজ্ঞানীরা বলছেন, ‘মাছবৃষ্টি’ অস্বাভাবিক হলেও প্রকৃতিতে এটা ঘটে থাকে। মাছসমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জলঘূর্ণি ঘটতে পারে। এ সময় পানিতে থাকা মাছ, ব্যাঙসহ সবকিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার পর ঝড়ের সঙ্গে অনেক দূরে চলে যেতে পারে এসব জলজপ্রাণীও। এমনকি এ জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সাময়িকভাবে আটকে থাকতে পারে ওপরেই। আর ঝড়, জলঘূর্ণি থেমে গেলে মেঘের ভেতর থেকে ঝরে পড়তে শুরু করে জলজপ্রাণীগুলো। সাধারণত মাছবৃষ্টি এমনই হয়।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.