কম্পিউটার থেকে ব্রাউজিং করুন যে কোনো মোবাইল ফোনের ওয়াপ সাইট

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১:৫২ PM | |

আমরা প্রত্যেকেই মোবাইল ফোন দিয়ে ওয়াপ সাইট বা ওয়েব সাইট ব্রাউজিং করে থাকি । কিন্তু যখনই কম্পিউটার দিয়ে ওই ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি কম্পিউটার ব্রাউজার দিয়ে ব্রাউজিং করেতে যাই তাহলে আর সেই সাইট গুলি আর কম্পিউটার ব্রাউজার দিয়ে ওপেন হয়না । তাহলে আপনি যদি
কম্পিউটার ব্রাউজার দিয়ে ওই ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি ব্রাউজিং করেতে চান তাহলে প্রথমেই আপনার কম্পিউটারে Mozilla Firefox ইনস্টল করা থাকতে হবে ।
আপনি যদি চান এখান থেকে Mozilla Firefox ডাউনলোড করতে পারেন ।
আপনার কম্পিউটারে Mozilla Firefox ডাউনলোড করে ইনস্টল করার পর Mozilla Firefox এ দুটি Add-ons ইনস্টল করতে হবে ।
তাহলে প্রথম Add-ons টি ইনস্টল করুন এখান থেকে ।
এবং দ্বিতীয় Add-ons টি ইনস্টল করুন এখান থেকে ।
Add-ons দুটি ইনস্টল করার Mozilla Firefox রিস্টার্ট করুন । এরপর  Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর iPhone 3.0 এ ক্লিক করুন ।

এরপর Mozilla Firefox এর Address বারে আপনার কাঙ্কিত ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি Type করে এন্টার প্রেস করুন । এবং সাচ্ছন্দ্যে ওয়াপ সাইট বা ওয়েব সাইট গুলি ব্রাউজিং করতে থাকুন ।
আর হে আপনি Mozilla Firefox এর এই দুটি Add-ons ইনস্টল করার পর আপনি Internet Explorer এর তিনটি Version ব্যাবহার করতে পারবেন এগুলি হল
Internet Explorer 6 , Internet Explorer 7 , Internet Explorer 8 । এর জন্য আপনাকে Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর Internet Explorer যে Version টি ক্লিক করবেন , তাহলে সেই Version টি ব্যাবহার করতে পারবেন ।

এবার আপনি Mozilla Firefox টিকে পুনোরাই আগের অবস্তাই ফিরে পাবার জন্য Mozilla Firefox মেনুর Tools এ যান । এরপর Tools এ যাওয়ার পর Default User Agent এ যান । এরপর Default User Agent এ যাওয়ার পর Default User Agent এ ক্লিক করুন । ব্যাস তাহলে Mozilla Firefox ব্রাউজার টিকে পুনোরাই আগের অবস্তাই ফিরে ফিরে পাবেন ।

যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজ গুনে ক্ষমা করে দিবেন ।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.