আজ নাকি আহা একটু ভালবাসার কাঙ্গাল
কপোত কপোতী সকল এক দিনে এক যোগে
বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে মাতবে,
বৎসরে ৩৬৪ দিন কেঠেছে যাদের ভালবাসাবিহীন ,
একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন
আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,
আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে
করবে নানা রঙ বেরঙের ফুল, দামী উপহার আর
তার সাথে হৃদয়ে থেকে হৃদয়ে ভালবাসা বিনিময়,
পরম যতনে আজ রাতে দামী রেস্তোরায় খাবে ,
ঠোঁটে ঠোঁট রেখে পরম আদরে চুমুবে পরস্পরে
হাতে হাত রেখে তারা আজ কোমর দোলিয়ে নাচবে
হুইস্কির পেয়ালায় চুক চুক চুমুতে কণ্ঠ ভেজাবে
মাতাল হবে, আজ রাতে মাতালের মত ভালবাসবে;
রাত শেষে যে যার শূন্য ঘরে ফিরে যাবে
শূন্য হৃদয়ে - পুরানো সেই তিমিরে,
তারপর বাকি ৩৬৪ দিন বেখবর কপোত কপোতী;
আবার হৃদয়ে হাহাকার
আবার কাতর কান্না
আবার বিরহ বেদনা – শূন্য বিছানা
আবার ও আপেক্ষা ৩৬৪ দিন
কখন বিশ্ব ভালবাসা দিবস আসবে
কখন একটি রাত পরস্পরে কাছে পাবে
একটু ভালবাসা সোহাগে আদরে মাতবে;
আর এই অধম কিনা বৎসরে ৩৬৫ দিন
তোমার সোহাগী আঁচলের সোনালী শিকলের বন্ধনে
আদরে আহ্লাদে চুমুতে সোহাগে বুকে নিয়ে তোমায়
সোহাগের বিছানায় জড়াজড়ি করে ঘুমায়,
তবু ও তোমার নিত্য মান অভিমান খুন-সুটি
ভালবাসার কমতি কেন তার নিত্য অভিযোগে
কান জ্বালাপালা, তবু ও তোমায় ভাল লাগা,
আর ও অনেক বেশী বেশী ভালবাসা পেতে
ভালবাসার কাঙালী তুমি - কাঙাল আমি,
তোমার হৃদয়ে হাহাকার - আকুল আকুতি
নয়নের কোণে কাতর জলের ধারা
আমাকে বিচলিত করে প্রতিটি নিশ্বাসের
ভালবাসার সোহাগী আশ্বাসে ;
এক দিনের এমন লোক দেখানো
মন মাতানো মাতাল ভালবাসার মুখে
ঘৃণার থুথু ছিটিয়ে দিয়ে আমি
ভালবেসে যাবো তোমায় আজীবন প্রিয়া
দিন রাত দুপুর , সকাল বিকাল
বছরে বারো মাস - ৩৬৫ দিন।
তাই তো তোমাকে ভালবেসে
তুষ্ট রাখার নিত্য প্রচেষ্টা আমার অবিরত,
প্রতিটি মুহুর্ত
প্রতিটি দিন
বৎসরে ৩৬৫ দিন
তোমার আমার একান্ত অনন্ত অফুরন্ত
নিত্য ভালবাসা দিবস।