আসুন জানি কেন রূপসী মেয়েদের সঙ্গে কোন সম্পর্কে জরাবেন না ?

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৫:১৭ PM |

পড়াশোনা শেষ। ভালো চাকুরি পেয়েছেন। ভাবছেন কিছুদিন প্রেম করি তারপর বিয়েটা সেরে নেবো। আপনার চারপাশেই রয়েছে কত না সুন্দরী আর স্মার্ট মেয়ে। তবে তাদের কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার আগে একটু ভাবুন। সব মেয়েই কিন্তু আপনার সঙ্গে কেবল প্রেম বা বিয়ে করার জন্য সম্পর্ক করবে না। তাই সম্পর্কে জড়ানোর আগে এই প্রতিবেদনটি অন্তত একবার পড়ুন।

এরা শুধুই বন্ধু

এসব মেয়েরা আপনার সঙ্গে ঘুরবে, টেলিফোন করবে। ব্যস এ পর্যন্তই। এদের ওপর আপনি কখনো ভরসা করতে পারবেন না। এরা আপনার জন্য উপযুক্ত মেয়ে নয়। কারণ আপনি যতই চেষ্টা করুন না কেন সে আপনার সঙ্গে সম্পর্ক থাকার কথাটা কখনোই আপনার পরিবার বা বন্ধুদের কাছে স্বীকার করবে না। তাই এদের সঙ্গে সম্পর্কে জড়ানো মানে নিজের সময় নষ্ট করা। এ ধরণের মেয়েরা যেকোনো সময় সম্পর্ক অস্বীকার করে বলতে পারে,‘আমি তো এমনি এমনি ঘুরেছি’। বা নাটকের সংলাপের মত ‘তুমি স্রেফ বন্ধু, অন্যকিছু নও।’

গায়ে পড়া স্বভাব

আর এক ধরণের মেয়ে আছে যাদের সবকিছুই একটু বাড়াবাড়ি। এ রকম স্বভাবের কোনো মেয়ের পাল্লায় পড়লে আপনার জীবন নরক হয়ে যাবে। তাদের ভালবাসার যন্ত্রণায় এক মিনিট শ্বাস নেয়ার ফুসরৎ পাবেন না। ১৫ মিনিট অন্তর ফোন করবে। ফোন না ধরলে ম্যাসেজ দিয়ে দিয়ে আপনার মোবাইল বোঝাই করে ফেলবে। তারপর ফেসবুক তো আছেই। না, কোনো স্বাধীনতাই আপনি পাবেন না। এমনকি দিনে কবার বাথরূমে গিয়েছিলেন সেটাও তাদের জানা চাই। কেবল ওই আবেগঘন সম্পর্কটা শেষ হওয়ার পরই আপনি স্বস্তি পেতে পারেন।

তার টাকা আমার টাকা

এদের জীবনে টাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে তারা সম্পর্ক করার সময়ই আপনার মানিব্যাগের সাইজের ওপর নজর রাখবে। কারণে অকারণে সুন্দরী তরুণীটি আপনার টাকা ওড়াতে থাকবেন। বাধা দিলে রাগারাগি, মন খারাপ। এদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনাকে টাকা খরচ করতেই হবে। কেননা তাদের কাছে আপনি বা আপনার ভালোবাসা সবসময়ই সেকেন্ডারি বিষয়।

বাড়াবাড়ি রকমের রূপসী

এরা দেখতে বেশ সুন্দরী, কিন্তু ভিতরটা ফাপা। তারা দামি পোশাক পড়বে পড়বে, নিজেকে সুন্দর করে সাজাবে। ফলে এসব মেয়েরা সহজেই নজর কাড়ে। যে কোনো অনুষ্ঠানে তারাই মধ্যমনি। তাই এ রকম কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে আপনার কপালে খারাপি আছে। এমনকি তার কোনো নীরব প্রেমিকের কাছ থেকে ঠ্যাঙ্গানি খাওয়ার সম্ভবনাও নাকচ করে দেয়া যাচ্ছে না। দিনের মধ্যে কমপক্ষে দশবার করে আপনাকে বলতে হবে,‘তুমি এই নশ্বর পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যা। বলিউড সুন্দরী ঐশ্বরিয়া বা ক্যাটরিনা তোমার নখের যোগ্যিও নয়।’ তারপরও সবসময় আপনাকে সবসময় তটস্থ থাকতে হবে। কী জানি ভুল করে কোনো মেয়েদের দিকে তাকালেন বা কারো প্রসংশা করলেন! ব্যাস, তাহলেই হয়েছে।এত ঝামেলার কী দরকার ভাই। এদের এড়িয়ে চলুন, আখেরে আপনারই লাভ!
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.