অনলাইনে প্রতারণার শিকার হলে কি করবেন? আপনার নামে বা আপনার ছবি দিয়ে কেউ অবৈধ ফেসবুক চালালে কীভাবে সল্যুশন করবেন।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৪:৩৯ PM |
কেউ যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে আপনার অগচরে তাহলে কি করবেন?
কেউ যদি ফেসবুকে আপনার নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ  চালায় বা কেউ যদি আপনাকে অনলাইনে উত্যক্ত করে,

তাহলে আপনাকে নিচের পদক্ষেপ নিতে হবে-

  • আপনি BTRC কে ফোন করে কমপ্লেইন করতে পারেন।
  • তারা ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধান করার চেষ্টা করবে।
  • বেশি মারাত্মক হলে তাকে ৩ দিনের মধ্যে আইনের আওতাই নিয়ে আসবে BTRC.

তাহলে কীভাবে BTRC এর সাথে যোগাযোগ করবেন?

BTRC এর ঠিকানা-
Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
IEB Bhaban (5,6 & 7 floor)
Ramna, Dhaka-1000
Phone (PABX): + 880 2 9611111
Fax: +880 2 9556677
Email: btrc@btrc.gov.bd
Consumer Inquiries Related:
Email: consumer.inquiries@btrc.gov.bd
অথবা সরাসরি এখানে কমপ্লেইন করতে পারেন। 

ফেসবুকে এই পেজে লাইক দিয়ে এমন অনেক কিছুর সমাধান  পেতে পারেন

ধন্যবাদ সবাইকে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.