কাগজের মতো পাতলা টিভি

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:২৮ PM | |

কাগজের মতো পাতলা দুটি টিভি প্যানেল নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এগুলো এতটাই নমনীয় হবে যে সেগুলো অনায়াসে এক ইঞ্চি টিউবের ভেতরে রোল করে রাখা যাবে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৭ সাল নাগাদ ভিন্নধর্মী এই টিভি বাজারে নিয়ে আসার আশা করছে। এলজির বিবৃতি অনুসারে, নতুন ধরনের এই আল্ট্রা এইচডি ‘রোলএবল’ টিভির পর্দার মাপ হবে ৬০ ইঞ্চি। এ বছরের শুরুর দিকের কনজিউমার ইলেকট্রনিক শো’তে এলজি প্রথম তাদের নমনীয় টিভির একটি নমুনা দেখিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমনীয় স্ক্রিনের টিভিকে বিভিন্ন সৃজনশীল কাজেও ব্যবহার করা যাবে। নতুন নমনীয় প্যানেলের টিভিতে ১২০০ বাই ৮১০ রেজুলিউশন থাকবে ও স্ক্রিনে নমনীয়তার জন্য প্লাস্টিকের বদলে ‘উচ্চমাত্রার আণবিক- পদার্থভিত্তিক পলিইমিড ফিল্ম’ ব্যবহার করা হবে বলেই জানিয়েছে এলজি। আর দ্বিতীয় প্যানেলের টিভির স্ক্রিনে নমনীয়তার পাশাপাশি থাকবে স্বচ্ছতা। এলজি নিজেদের ‘ট্রান্সপারেন্ট পিক্সেল ডিজাইন প্রযুক্তি’ প্রয়োগ করে স্বচ্ছ ডিসপ্লের অস্পষ্টতা কমিয়েছে। এলজি’র ভিন্নধর্মী এই টিভি তৈরির বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানালেও ট্রাস্টেডরিভিউস সম্পাদক ইভান কাইপ্রেসোস জানিয়েছেন, ২০১৭ সালে এই টিভি বাজারে আসলেও সাধারণ গ্রাহকদের জন্য এর মূল্য যথেষ্টই বেশি হবে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.