গত বছর ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলাম অনুষ্ঠানের পর এখন পর্যন্ত দেশে প্রায় ৪৬ লাখ ১৭ হাজার গ্রাহক থ্রিজি সেবা ব্যবহার করছে। মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা নয় লাখ ৫০ হাজার। টেলিটকের গ্রাহক সেবার মান বাড়ানোর ও গ্রাহক সেবার পরিধি আরও বৃদ্ধির জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে টেলিটক দেশব্যাপী ৪২টি কাস্টমার কেয়ার ও ১৮ টি সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে তার দিয়ে আসছে। আরও চারটি কাস্টমার কেয়ার স্থাপনের প্রক্রিয়া চলছে যা শিগগির চালু হবে। তাছাড়া আরও ১৩টি সার্ভিস পয়েন্ট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশের ৫৬টি জেলা সদরসহ আরও ১৫টি উপজেলা সদরে ডিজিটাল পদ্ধতিতে সেবা দানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটি (এডিএসএল) সংযোগ রয়েছে।” মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ২০১২-১৩ অর্থ বছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা। ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, সারাদেশে বাংলাদেশ ডাক বিভাগের আট হাজার ৪৬০টি গ্রামীণ শাখা ডাকঘর এতে প্রায় ২৩ হাজার ২১ জন অবিভাগীয় (ইডি) কর্মচারী নিয়োজিত রয়েছে। এসব শাখা পোস্ট অফিসে কর্মরত ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীরা সরকারের রাজস্ব খাত ভুক্ত কর্মচারী নয়। তারা দৈনিক ৪-৬ ঘণ্টা কাজের বিনিময়ে মাসিক এক হাজার ১৩০ টাকা হতে এক হাজার ৬৫০ টাকা সম্মানী ভাতা পেয়ে থাকেন। বর্তমানে সরকার ১/০৮/২০১৩ তারিখ হতে এ সম্মানী ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। তারপরও মাসিক ভাতার পরিমাণ বর্তমান সময়ে তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের মাসিক ভাতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছ। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারের এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ সিদ্দিকী জানান, সরকার দেশের সব ইউনিয়ন পরিষদকে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক এর আওতায় আনার জন্য প্রাথমিক পর্যায়ে এক হাজারটি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি আগামী ২০১৬ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার টির প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।” চট্রগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানি বিনিয়োগের পরিমাণ মোট ৬৫ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ টাকা(২০০১-২০১৪ মার্চ পর্যন্ত)।এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেড (বাংলালিংক)১৬ হাজার ১৯৬ কোটি চার লাখ টাকা, আজিয়েটা বাংলাদেশ লিমিটেড (রবি) ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এক হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তার প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের মোবাইল ফোনের কলচার্জ সর্বনিম্ন ২৫ পয়সা করা আছে। বিটিআরসির নির্দেশ অনুযায়ী মোবাইল ফোন কম্পানিগুলোকে এ কলচার্জের মধ্যেই ব্যবসা করতে হচ্ছে। এ ছাড়া ১০ সেকেন্ড পালস সুবিধা প্রদান করায় গ্রাহকরা কথা বলার স্বাধীনতা ভোগ করছে। মোবাইল ফোনের বর্তমান কলচার্জ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন হিসেবে বিবেচিত হয়েছে। তাই মোবাইল ফোনের কলচার্জ কমানোর কোনো পরিকল্পনা নেই।
Home » মোবাইল ফোন » দেশে ৪৬ লক্ষাধিক গ্রাহক থ্রিজি ব্যবহার করে
দেশে ৪৬ লক্ষাধিক গ্রাহক থ্রিজি ব্যবহার করে
মোঃ আব্দুল মাজেদ সরকার | ২:১৫ PM | প্রযুক্তির খবর | মোবাইল ফোনগত বছর ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলাম অনুষ্ঠানের পর এখন পর্যন্ত দেশে প্রায় ৪৬ লাখ ১৭ হাজার গ্রাহক থ্রিজি সেবা ব্যবহার করছে। মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা নয় লাখ ৫০ হাজার। টেলিটকের গ্রাহক সেবার মান বাড়ানোর ও গ্রাহক সেবার পরিধি আরও বৃদ্ধির জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে টেলিটক দেশব্যাপী ৪২টি কাস্টমার কেয়ার ও ১৮ টি সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে তার দিয়ে আসছে। আরও চারটি কাস্টমার কেয়ার স্থাপনের প্রক্রিয়া চলছে যা শিগগির চালু হবে। তাছাড়া আরও ১৩টি সার্ভিস পয়েন্ট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশের ৫৬টি জেলা সদরসহ আরও ১৫টি উপজেলা সদরে ডিজিটাল পদ্ধতিতে সেবা দানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটি (এডিএসএল) সংযোগ রয়েছে।” মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রায়ত্ত টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ২০১২-১৩ অর্থ বছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা। ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, সারাদেশে বাংলাদেশ ডাক বিভাগের আট হাজার ৪৬০টি গ্রামীণ শাখা ডাকঘর এতে প্রায় ২৩ হাজার ২১ জন অবিভাগীয় (ইডি) কর্মচারী নিয়োজিত রয়েছে। এসব শাখা পোস্ট অফিসে কর্মরত ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীরা সরকারের রাজস্ব খাত ভুক্ত কর্মচারী নয়। তারা দৈনিক ৪-৬ ঘণ্টা কাজের বিনিময়ে মাসিক এক হাজার ১৩০ টাকা হতে এক হাজার ৬৫০ টাকা সম্মানী ভাতা পেয়ে থাকেন। বর্তমানে সরকার ১/০৮/২০১৩ তারিখ হতে এ সম্মানী ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। তারপরও মাসিক ভাতার পরিমাণ বর্তমান সময়ে তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের মাসিক ভাতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছ। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারের এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ সিদ্দিকী জানান, সরকার দেশের সব ইউনিয়ন পরিষদকে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক এর আওতায় আনার জন্য প্রাথমিক পর্যায়ে এক হাজারটি ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি আগামী ২০১৬ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার টির প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।” চট্রগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানি বিনিয়োগের পরিমাণ মোট ৬৫ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ টাকা(২০০১-২০১৪ মার্চ পর্যন্ত)।এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেড (বাংলালিংক)১৬ হাজার ১৯৬ কোটি চার লাখ টাকা, আজিয়েটা বাংলাদেশ লিমিটেড (রবি) ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এক হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা। আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তার প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশের মোবাইল ফোনের কলচার্জ সর্বনিম্ন ২৫ পয়সা করা আছে। বিটিআরসির নির্দেশ অনুযায়ী মোবাইল ফোন কম্পানিগুলোকে এ কলচার্জের মধ্যেই ব্যবসা করতে হচ্ছে। এ ছাড়া ১০ সেকেন্ড পালস সুবিধা প্রদান করায় গ্রাহকরা কথা বলার স্বাধীনতা ভোগ করছে। মোবাইল ফোনের বর্তমান কলচার্জ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন হিসেবে বিবেচিত হয়েছে। তাই মোবাইল ফোনের কলচার্জ কমানোর কোনো পরিকল্পনা নেই।
অনুসন্ধান
এখন সাথে আছেন
বিভাগ
আমাদের খাদ্য
ইন্টারনেট
ইন্টারনেটে আয়
উইন্ডোজ ১০
উইন্ডোজ ৮
উইন্ডোজ এক্সপি
উইন্ডোজ সেভেন
উৎসব
ওয়েব ডেভেলপমেন্ট
কবিতা- সাহিত্য
কেনাকাটা
ক্যারিয়ার
খেলার খবর
টিপস এন্ড ট্রিকস
টিভি
দুর্যোগ
ধর্ম
প্রতিভার খবর
প্রযুক্তির খবর
প্রাণী জগৎ
প্রেম-ভালবাসা
ফটোগ্রাফি
ফেসবুক
বাংলা ছিনেমা
ভ্রমণ
মোবাইল ফোন
রহস্যময় খবর
রেডিও
লাইভ টিভি
লিনাক্স
শিক্ষা
সচেতনতা
সম্পর্ক
সাংস্কৃতিক সংবাদ
সৌরবিদ্যুৎ
স্বাস্থ্য -চিকিতস্যা
হাসপাতালের নাম-ঠিকানা
জনপ্রিয় লেখাগুলো
-
ইংরেজীতে খুব পরিচিত একটি প্রবাদ রয়েছে ‘লাভ ইজ ব্লাইন্ড’। বাংলায় এর অনুবাদ করলে দাঁড়ায়, ভালোবাসা অন্ধ। যার আক্ষরিক অর্থ বলতে বোঝায় ভালোবা...
-
দেশি ব্রান্ড ওয়ালটন এর গতকাল ৮.৫.২০১৪ তে রিলিজ হওয়া নতুন একটি ডিভাইস এর খবর নিয়ে। এর আগে ওয়ালটন সর্বোচ্চ কোয়াডকোর এর ফোন এনেছিল এবার ওয়ালট...
-
অনেক ভুগিয়েছে আমাদের শর্টকাট,trojan,autorun,skype সহো আরও অনেক virus যা pen-drive এর সাথে আমাদের পিসি তে এসে পরে। আর আমি আজ যে antivirus ...