টুইনমসের অল-ইন-ওয়ান পিসি আনল স্মার্ট টেকনোলজিস

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৫:৪০ PM |
 twinmos all-in-one pc
সম্প্রতি টুইনমস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লি.। ইনটেলের তৃতীয় প্রজন্মের ৩২৪০ মডেলের কোর আই থ্রি প্রসেসরের এই অল ইন ওয়ান পিসিতে রয়েছে ২১.৫ ইঞ্চি এইচডি টাচ স্ক্রিণের ডিসপ্লে, ইনটেল বি৭৫ চিপসেট, চার গিগাবাইট ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, ইনটেল এইচডি গ্রাফিক্স, থ্রিডি সাউন্ড সিস্টেম ও স্মার্ট কুলিং সিস্টেম সুবিধা। twinmos all-in-one pc ভিডিও কলের জন্য পিসিতে আছে দুই মেগাপিক্সেলের ওয়েবক্যাম। এছাড়াও আছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস কিবোর্ড এবং ওয়্যারলেস মাউস ব্যবহারের সুবিধা। ৪৯ হাজার টাকা দামে এই অল-ইন-ওয়ান পিসি বিক্রি করবে বিপণনকারী প্রতিষ্ঠান। এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে বাজারে বিক্রি শুরু করবে স্মার্ট টেকনোলজিস বিডি লি.।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.