সরকার কর্তৃক অনুমোদিত না হওয়ায় সনি সিক্স ও সনি এইট চ্যানেল সম্প্রচার বন্ধের আদেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, Sony Six (sony 6) ও Sony Eight (sony 8) নামে কোনো বিদেশি টেলিভিশন চ্যানেল সরকার কর্তৃক অনুমোদিত নয়। তাই কোনো কেবল অপারেটর কর্তৃক চ্যানেল দুটি সম্প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
বিটিভি মহাপরিচালক, বিটিআরসি চেয়ারম্যান ও কোয়াব প্রশাসককে আদেশের কপি দেওয়া হয়েছে ১২ জুন।
এ বিষয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আনোয়ার পারভেজ গ্লিটজকে জানান, অধিকাংশ অপারেটরদের কাছে এ আদেশ পৌছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঢাকা অঞ্চলের ‘এনালগ সিগন্যাল’ ব্যাবহারকারী অপারেটরা এ আদেশ বাস্তবায়ন করেছে।”
আদেশে আরও বলা হয়, আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর খেলাসমূহ বাংলাদেশে কেবল ৩টি টেলিভিশন চ্যানেল, যথা- ১) বিটিভি, ২) মাছরাঙা টিভি, ৩) গাজী টিভি ব্রাজিল থেকে সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো দেশী বা বিদেশী টেলিভিশন চ্যানেল আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর খেলাসমূহ সরাসরি সম্প্রচার করতে পারবে না। অন্য কোনো দেশী ও বিদেশী চ্যানেল উক্ত খেলাসমূহ সরাসরি সম্প্রচার করলে দণ্ডনীয় অপরাধ হবে।
এবারের বিশ্বকাপের ৩২টি খেলা দেখাবে বিটিভি, অন্যদুটি চ্যানেল সবগুলো খেলা দেখাবে।
এদিকে দেশি চ্যানেলে খেলা দেখার সময় স্কোর ও সময় দেখতে না পেয়ে সাধারণ দর্শকদের অসুবিধার প্রেক্ষিতে মাছরাঙা ও গাজী টিভি ফিফার কাছে সুবিধা পাওয়ার জন্যে আবেদন করেছে।
এদিকে দেশি চ্যানেলে খেলা দেখার সময় স্কোর ও সময় দেখতে না পেয়ে সাধারণ দর্শকদের অসুবিধার প্রেক্ষিতে মাছরাঙা ও গাজী টিভি ফিফার কাছে সুবিধা পাওয়ার জন্যে আবেদন করে।
জার্মানি বনাম পর্তুগালের ম্য্যাচ থেকে চ্যানেল দুটিতে স্কোর ও সময় দেখা যাচ্ছে।
Home » টিভি » বাংলাদেশে অবৈধ সনি সিক্স ও এইট
বাংলাদেশে অবৈধ সনি সিক্স ও এইট
মোঃ আব্দুল মাজেদ সরকার | ৯:২৪ AM | টিভি
সরকার কর্তৃক অনুমোদিত না হওয়ায় সনি সিক্স ও সনি এইট চ্যানেল সম্প্রচার বন্ধের আদেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, Sony Six (sony 6) ও Sony Eight (sony 8) নামে কোনো বিদেশি টেলিভিশন চ্যানেল সরকার কর্তৃক অনুমোদিত নয়। তাই কোনো কেবল অপারেটর কর্তৃক চ্যানেল দুটি সম্প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
বিটিভি মহাপরিচালক, বিটিআরসি চেয়ারম্যান ও কোয়াব প্রশাসককে আদেশের কপি দেওয়া হয়েছে ১২ জুন।
এ বিষয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আনোয়ার পারভেজ গ্লিটজকে জানান, অধিকাংশ অপারেটরদের কাছে এ আদেশ পৌছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঢাকা অঞ্চলের ‘এনালগ সিগন্যাল’ ব্যাবহারকারী অপারেটরা এ আদেশ বাস্তবায়ন করেছে।”
আদেশে আরও বলা হয়, আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর খেলাসমূহ বাংলাদেশে কেবল ৩টি টেলিভিশন চ্যানেল, যথা- ১) বিটিভি, ২) মাছরাঙা টিভি, ৩) গাজী টিভি ব্রাজিল থেকে সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো দেশী বা বিদেশী টেলিভিশন চ্যানেল আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর খেলাসমূহ সরাসরি সম্প্রচার করতে পারবে না। অন্য কোনো দেশী ও বিদেশী চ্যানেল উক্ত খেলাসমূহ সরাসরি সম্প্রচার করলে দণ্ডনীয় অপরাধ হবে।
এবারের বিশ্বকাপের ৩২টি খেলা দেখাবে বিটিভি, অন্যদুটি চ্যানেল সবগুলো খেলা দেখাবে।
এদিকে দেশি চ্যানেলে খেলা দেখার সময় স্কোর ও সময় দেখতে না পেয়ে সাধারণ দর্শকদের অসুবিধার প্রেক্ষিতে মাছরাঙা ও গাজী টিভি ফিফার কাছে সুবিধা পাওয়ার জন্যে আবেদন করেছে।
এদিকে দেশি চ্যানেলে খেলা দেখার সময় স্কোর ও সময় দেখতে না পেয়ে সাধারণ দর্শকদের অসুবিধার প্রেক্ষিতে মাছরাঙা ও গাজী টিভি ফিফার কাছে সুবিধা পাওয়ার জন্যে আবেদন করে।
জার্মানি বনাম পর্তুগালের ম্য্যাচ থেকে চ্যানেল দুটিতে স্কোর ও সময় দেখা যাচ্ছে।
অনুসন্ধান
এখন সাথে আছেন
বিভাগ
আমাদের খাদ্য
ইন্টারনেট
ইন্টারনেটে আয়
উইন্ডোজ ১০
উইন্ডোজ ৮
উইন্ডোজ এক্সপি
উইন্ডোজ সেভেন
উৎসব
ওয়েব ডেভেলপমেন্ট
কবিতা- সাহিত্য
কেনাকাটা
ক্যারিয়ার
খেলার খবর
টিপস এন্ড ট্রিকস
টিভি
দুর্যোগ
ধর্ম
প্রতিভার খবর
প্রযুক্তির খবর
প্রাণী জগৎ
প্রেম-ভালবাসা
ফটোগ্রাফি
ফেসবুক
বাংলা ছিনেমা
ভ্রমণ
মোবাইল ফোন
রহস্যময় খবর
রেডিও
লাইভ টিভি
লিনাক্স
শিক্ষা
সচেতনতা
সম্পর্ক
সাংস্কৃতিক সংবাদ
সৌরবিদ্যুৎ
স্বাস্থ্য -চিকিতস্যা
হাসপাতালের নাম-ঠিকানা
জনপ্রিয় লেখাগুলো
-
একটা সম্পর্ক তৈরিতে দুইজন মানুয়ের গুরুত্বপূর্ন ভূমিকা থাকলেও সেই সস্পর্কটা ভেঙ্গে ফেলতে একজনের ভূমিকা ই যথেষ্ট। অথচ এই সম্পর্কটাই আপনার ...
-
এখানে এ সপ্তাহের বাজার দর উল্লেখ করা হল। কিন্তু প্রযুক্তির বাজার প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং দোকান ভেদে পন্যের দামও ভিন্ন। তাই এটা...
-
‘বাবা’ এই একটি শব্দ আমাদের মনের মধ্যে পরম নিরাপত্তা ও নিশ্চয়তার একটি অনুভূতির জন্ম দেয়। কারণ আমরা ছোটকাল থেকেই বাবার দিক থেকে অসীম মমতা ...