♣ • অন্তহীন রুপের প্রকৃতি • ♣

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৮:০০ AM |
প্রকৃতির অপার মায়ায় ডুবে
সঞ্চারী আমি যে মনের তরে রুপ,
আপনার সে মন আপনার খেয়ালে
সাজিয়ে টইটুম্বুর; হয়েছে অপরুপ।
ধান শালিকের বনে,
ও মন হাঁসতে হাঁসতে যাই হারিয়ে অবাক খেয়ালে।
জড়ায়ে হৃদে গুল্মলতার প্রেম,
গাছের শাখে ঝুলতে থাকা বাবুই,
সকলে মোরে জানায় সম্ভাসন।
দূর হতে আসে ভেসে ঝংকার,
ছিটকে পড়া পাহাড় শ্রিঙ্গ হতে স্পটিকের দল,
বহুতলে আছড়ে পড়ে রুপায়িত হয় জল।
আপনার মুখচ্ছবি ভাসিছে তাতে শতগুণে বিভক্তি !
আহারে কি রুপ; লাজুক প্রকৃতি ও ফেলে তাতে ছায়া,
ছড়ায়ে দেয় রুপের মায়া।
গধুলী আগত পাহাড়তলে,
ডুবি ডুবি করে ঝুলছে পাহাড়ের গায়ে দিয়ে হেলান,
রক্তরুপ লাল আসমান।
বহুদূরে সাদা মেঘের ভিড়ে বকের দল যায় ফিরে ফিরে,
আপন কুঞ্জে; রাত গুজিবার তরে।
সকল রুপ নয় এক,
হরেক রুপ ছড়ায় হরেক মায়া হৃদয়ের গহীনে,
প্রকৃতির রুপ সে অতুলনীয়।
পবিত্র করে হৃদয়মন অবাক চাহিদায়,
যোগান দিতে বারেবারে জড়াই তার অন্তহীন মায়ায়।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.