বাধ্যতামূলক “কম্পিউটার শিক্ষা” বাস্তবায়নের উদ্যোগ

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১১:৫৯ AM |

আগামী বছর মাধ্যমিক শিক্ষা স্তর থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। কম্পিউটার ও মোবাইল মেলায় এমনটাই জানান তথ্যমন্ত্রী।
আজ বুধবার দুপুরে রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং সেন্টারে সাতদিন ব্যাপী ‘কম্পিউটার ও মোবাইল মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, পিওনের চাকরি থেকে সব সরকারি চাকরিতেই কম্পিউটার শিক্ষা ছাড়া কোনো নিয়োগ দেয়া হবে না। পৃথিবীতে এখন তথ্য প্রযুক্তি বিপ্লব ঘটছে।
কম্পিউটার ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এর ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনা সরকারের চ্যালেঞ্জ ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন।
ইস্টার্ন প্লাস শপিং সেন্টার, বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সমিতি) ও ল্যাপটপ বাজার যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.