মঙ্গলের আকাশে দেখা মিললো ভিন্ন গ্রহের যানের?

মোঃ আব্দুল মাজেদ সরকার | ২:৪২ PM |
যারা বিশ্বাস করেন এ বিশাল মহাবিশ্বে আমরা একা নই, মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে রয়েছে প্রাণের অস্তিত্ব, তারা এবার দাবি করেছেন মঙ্গল গ্রহের আকাশে ভিন্ন গ্রহের উড়ন্ত যান বা ইউ এফ ও দেখা গিয়েছে। এ দাবিটি তখনোই এলো, যখন মঙ্গলে অভিযানে থাকা নাসা’র রোভার যান কিউরিওসিটির পাঠানো একটি ছবিতে দেখা যায় মঙ্গলের
আকাশে ত্রিকোণাকৃতির ফানেলের মত একটি রহস্যময় জিনিসকে ভেসে বেড়াচ্ছে।
নাসা’র সার্ভার থেকে পাওয়া এ ছবিতে মঙ্গলের আকাশে একটি ত্রিকোণাকার বস্তু, ঠিক যেন কোন বিমানের প্রোপেলার বা এরকম কিছুকে উড়ে যেতে দেখা গিয়েছে। পেছনে রয়েছে পুচ্ছ বা লেজের মত কিছু। আসলে জিনিসটি কি? মঙ্গল গ্রহের কি নিজস্ব মহাশূন্য প্রোগ্রাম রয়েছে? ufosightingsdaily ওয়েবসাইটের দাবি, “এ রহস্যময় যান আসলে ভিন্ন গ্রহের উড়ন্ত যান। ছবিতে উপরে ডান কোণে যে চকচকে বস্তুটি দেখা যাচ্ছে, সেটাই এই বক্তব্যের পক্ষে প্রমাণ।“ তবে কেউ বলছেন এটা হতে পারে কোন ধূমকেতু। আবার অনেকে আশঙ্কা করছেন নাসা হয়তো মঙ্গলের বুকে কোন গোপন মিশন পরিচালনা করছে, যা হয়তো কেউ জানে না
সূত্রঃ প্রিয় ডট কম
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.