জেনে রাখুন কাজে লাগতে পারে।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১১:৩৬ AM |
*যৌতুকের নামে মেয়ে পক্ষের কাছে থেকে ভিক্ষা নেবেন না, দেবেনও না।*দেনমোহরানার নামে ছেলে পক্ষের নিকট অহেতুক বোঝা চাপাবেন না, কারণ-
বর্তমান যুগ,আধুনিক যুগ তাই ছেলে-মেয়ে উভয়ই চায় সমান অধিকার।

*স্বার্থপর লোকেরা যা দেয় তার চেয়ে বেশি আশা করে।


*মানুষের উপকার না পারো তাতে তি নেই, কিন্তু অপকার করো না।
*পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।
*যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র।*আমাদের চোখ সব কিছু দেখতে পায়, কিন্তু নিজেকে দেখতে পায় না।
*আমরা জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না, তাই আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।
আপনি হয় তো ভাবতে পারেন,আপনার মেয়ে অথবা বোনের বিয়েতে অনেক টাকা যৌতুক দিয়েছেন,নিজে বা ভাইয়ের বিয়েতে কেন? নেবেন না!!!!!!
আপনি একবার ভালো করে ভেবে দেখুন তো............তাতে আপনার পরিবার কোন সমস্যায় পরেছে কিনা??????????
আপনি নিশ্চয়ই এক কথায় উত্তর দিয়ে দিবেন, হ্যা হ্যা পরেছি...................।
আপনি যদি যৌতুক নিয়ে বিয়ে করেন তাহলে নিশ্চয়ই সে পরিবারটিরও একই সমস্যায় পরবে।
মনে রাখবেন একটি কুকুর মানুষকে কামড় দিলেও, মানুষটির নিশ্চয়ই ঠিক হবেনা কুকুরটিকে কামড় দেওয়া!!!!!!!!!।
*সেই সব চেয়ে বেশি ধণী যার নিজের বলে কিছুই নেই।
অন্যকে বিপদে ফেলার আগে অন্তত একবার নিজের কথা ভাবুন।
*আপস এবং সমঝোতাই জীবনকে সুন্দর করে।

এটি কোন রাজনৈতিক প্রচার নয়,এটি একটি জনসচেতনতা মূলক প্রচার মাত্র।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.