Asus সম্প্রতি রিলিজ করেছে একটি নতুন ওয়াইফাই রাউটার। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ওয়াইফাই রাউটার। তাইওয়ান ভিত্তিক এই কোম্পানিটির নতুন ওয়াইফাই রাউটারের মডেল RT-AC87. তাদের দাবী অনুযায়ী এটিই বিশ্বের সবচেয়ে দ্রুত গতির রাউটার। ফিচার হিসেবে এতে রয়েছে "ওয়েভ ২"। এই ফিচারটি মূলত মেজর স্পিড বুস্ট এবং ওভারঅল পারফরম্যান্স উন্নতীকরণে ব্যবহার হয়ে থাকে।
Asus এর এই রাউটারটি ১.৭৩ জিবিপিএস গতিতে ৫ গিগাহার্জ সিগন্যাল বিম করতে পারবে। যাদের একই ছাদের নিচে অনেকগুলো ভিন্ন ভিন্ন 802.11ac-eqipped ডিভাইস রয়েছে তাদের জন্য এটা সুখবর। রাউটারটির মূল্য ২৭০ ডলার। প্রাথমিকভাবে এটা শুধু উত্তর আমেরিকাতে পাওয়া যাবে। ডি-লিঙ্ক, নেটগিয়ার এবং বেলকিন কে ছাড়িয়ে অ্যাসুস এখন সর্বোচ্চ গতির রাউটারের মালিক।