ইন্টেল তার আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর Intel® NUC পিসি কিটের বিবর্তন অব্যাহত রেখেছে। Next Unit of Computing (NUC) হচ্ছে বিস্ময়কর ছোট প্যাকেজের একটি পিসি যা হোম থিয়েটার পিসি, মিডিয়া সার্ভার বা “পার্সোনাল ক্লাউড” স্টোরেজ হিসেবে কাজ করতে সক্ষম। যদি আপনি আশ্চর্যজনকভাবে ঝামেলাহীন ও আকারে ছোট ও পাতলা কোন পিসির সন্ধান করে থাকেন নতুন এই NUC তার জন্য একটি সমাধান হতে পারে। “একটি কম্পিউটিং ডিভাইসের কথা কল্পনা করুন যা রেসপনসিভ পারফরম্যান্সের সাথে সুন্দর ভিজ্যুয়াল দিতে যথেষ্ট শক্তিশালী। আবার এটি যথেষ্টই ছোট, যা স্বল্প স্থানের মধ্যে ডিজিটাল সাইনেজ, কিয়স্ক, বা অন্য অ্যাপ্লিকেশনকে চালাতে সক্ষম। আমরা এটা করেছি এবং এর ফলাফল হচ্ছে Next Unit of Computing।”- বলেন বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জনাব জিয়া মনজুর।
জিয়া মনজুর আরো বলেন, ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি আকারের Intel NUC হচ্ছে আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর পিসির ক্ষেত্রে সর্বশেষ উন্নয়ন। আপনার টাওয়ার পিসি যা করতে পারে, ৪ ইঞ্চির মধ্যে Intel NUC তা করতে পারে। হোম থিয়েটার থেকে গেমিং, ডিজিটাল জুকবক্স চালানো- সব কাজের জন্যই আপনার ডিজিটাল চাহিদাকে বাস্তবায়ন করতে ঘটঈ’র আছে সব রকম ক্ষমতা। আপনার অফিস স্পেস গোছানো রেখেই স্যোশাল মিডিয়া ব্রাউজিং, ই-মেইল চেক এবং বন্ধুদের সাথে ভিডিও চ্যাটিং করতে পারবেন। ডিজিটাল সাইনেজ এবং কিয়স্ক-এর মতো বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য Intel NUC হচ্ছে উত্তম সমাধান। “একটি অধিকতর পাতলা ফর্ম ফ্যাক্টরের ক্ষুদ্রাকার Intel NUC তে অনেক বৈশিষ্ট্যের সমন্বয় করা হয়েছে। হোম থিয়েটার সিস্টেম থেকে ডিজিটাল জুকবক্স, ইমার্সিভ গেমিং থেকে হোম অফিস স্পেস-সেভিং পিসি সব ক্ষেত্রেই Intel NUC অপনাকে প্রয়োজনীয় স্বক্ষমতা প্রদান করবে। আর আপনার লিভিং রুম বা অফিস যেখানেই হোক না কেন এর জন্য মাত্র ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি জায়গা প্রয়োজন হবে।” বলেন জনাব জিয়া মনজুর।
আল্ট্রা-কমপ্যাক্ট ডিভাইসের ডিজাইনে একটি বিপ্লব হিসেবে অতি ছোট আকারের ভেতরে Intel NUC সম্পূর্ণ স্কেলেবল ডিভাইস যাতে রয়েছে চতুর্থ প্রজন্মের Intel® Core™ প্রসেসর যুক্ত করার সুবিধা। Intel NUC কে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। Intel® Smart Connect Technology'র মতো বৈশিষ্ট্যের কারণে আপনার কম্পিউটারকে সঙ্গে করে যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন। ডিজিটাল সাইনেজ, কিয়স্ক ডিসপ্লে বা বুদ্ধিমত্তাসম্পূর্ণ কম্পিউটিং যা-ই দরকার হোক না কেন নতুন প্রজন্মের এই কম্পিউটিং ডিভাইস স্বল্প জায়গার ভেতরে একটি ফ্লেক্সিবল ও কাস্টমাইজেবল সল্যুশন প্রদান করে। Intel NUC আজকের প্রযুক্তিগত পরিবেশের জন্য আপনাকে প্রয়োজনীয় ক্ষমতা ও ফ্লেক্সিবিলিটি প্রদান করে। Intel NUC এর ক্ষমতা ও আকার নিয়ে আপনি নতুন করে চিন্তা করবেন- ‘কী সম্ভব’।
Intel NUC দুইটি আকারে এসেছে: Board এবং Kit। Intel NUC Board তৈরি হয়েছে সংযুক্ত করা প্রসেসরসহ ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি আকারের মাদারবোর্ড দিয়ে, যা আপনি একটি কেসে ইন্টিগ্রেড করতে পারবেন। অন্যদিকে Intel NUC Kit এ রয়েছে ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি আকারের মাদারবোর্ড, সংযুক্ত করা প্রসেসর, চারদিকে ঘেরা কেসিং, একটি পাওয়ার ব্রিক, VESA মাউন্টিং ব্র্যাকেট, ওয়্যারলেস এন্টেনা (একটি কাঠামোর মধ্যে একত্রিত), ইন্টেল ব্র্যান্ড স্টিকার এবং একটি পাওয়ার কর্ড (শুধুমাত্র ৪র্থ প্রজন্মের মডেলের সাথে)। দ্রুত স্টোরেজ পারফরম্যান্সের জন্য mSATA SSD এবং অধিক ধারন ক্ষমতার জন্য ২.৫ ইঞ্চি HDD সহ Intel NUC এর দুইটি ধরন রয়েছে। ইন্টেলের পক্ষ থেকে Intel NUC সকল কম্পোনেন্টের জন্য রয়েছে ৩ বছরের ওয়্যারেন্টি। এর মূল্য হতে পারে সর্বোচ্চ ৬০০ থেকে ৮০০ ইউএস ডলার। জিয়া মনজুর আরো বলেন, “অধিকতর উৎপাদনক্ষম ও উন্নত জীবনমানের জন্য প্রতিনিয়ত জীবনকে সহজ ও সাশ্রয়ী করতে প্রযুক্তি আবিষ্কারে ইন্টেলের যে প্রতিশ্রুতি Intel inside সহ Intel NUC উপস্থিতি তার-ই অভিব্যক্তি।”