আসছে উড়ন্ত বাইক!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৯:০২ PM |

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘অ্যারোফেক্স’ উড়ন্ত হাই-টেক বাইক বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। সবকিছু ঠিক থাকলে, ২০১৭ সালের মধ্যেই হোভারবাইকটি তৈরির কাজ শেষ হবে। বাইকটি ২ জন আরোহী নিয়ে ১০ ফুট ওপরে উড়তে পারবে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭২ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। আনুমানিক ৮৫ হাজার ডলারে ‘অ্যারোফেক্স’ হোভারবাইকটি বিক্রি করতে পারে। চাকার পরিবর্তে বাইকটিতে সংযোজিত করা হচ্ছে কার্বন ফাইবার রৌটার বা ঘূর্ণনশীল পাখা। তাই অনেকটা হেলিকপ্টারের মতোই সোজা বা খাড়াভাবেই মাটিতে অবতরণ করতে পারবে এটি। কোন রানওয়ে বা উচ্চগতির প্রয়োজন হবে না। মোটরসাইকেলের মতোই সহজে চালানো যাবে হোভারবাইকটি। কারণ, বাইকটি নিয়ন্ত্রণে পাইলটের জন্য হাঁটু সমান উচ্চতায় হ্যান্ডলবার গ্রিপ সংযোজন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, ১ সপ্তাহের কম সময় প্রশিক্ষণ নিয়েই এটি সহজে চালাতে পারবেন চালকরা। জ্বালানি ছাড়া হভারবাইকটির ওজন হবে ৩৫৬ কেজি। একবার জ্বালানি ভরলে, এটি প্রায় ৭৫ মিনিট পর্যন্ত চলতে বা উড়তে পারবে। ‘অ্যারোফেক্স’ বাইকটির নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন সমস্যাগুলো সমাধানে কাজ করে চলেছে। বেশ আগে থেকেই হোভারবাইকটির নানা দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.