১৮৫ টেরাবাইট ধারন ক্ষমতার ক্যাসেট তৈরি করেছে সনি

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:০৭ AM |
ফিতাযুক্ত ক্যাসেট বাজার থেকে হারিয়ে গেছে বেশ কয়েক বছর হল। বহনযোগ্য বিভিন্ন ডিজিটাল মিউজিক ডিভাইসের আধিপত্যের মুখে সেকেলে ক্যাসেট প্লেয়ারের টিকে থাকার কোন উপায়ও ছিল না। তবে এই ফিতাযুক্ত ক্যাসেট নিয়ে গবেষণা চালিয়ে গেছে সনি। আর এবার তারা ঘোষণা দিল ১৮৫ টেরাবাইট ধারন ক্ষমতার ক্যাসেট তৈরি করার।
এই ক্যাসেটের প্রতি বর্গ ইঞ্চি জায়গার ধারন ক্ষমতা ১৪৮ টেরাবাইট। এর সাহায্যে সংরক্ষন করা যাবে প্রায় ৬৪ মিলিয়ন গান যা সাধারণ ডিস্কের প্রায় ৭৪ গুন। এছাড়াও এতে ৩,৭০০ ব্লু রে সমমানের তথ্য রাখা যাবে। জার্মানির ড্রেসডেন শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাগনেটিক কনফারেন্সে এই ক্যাসেট প্রদর্শন করে।

cassetteএর আগে ২০১০ সালে ফুজিফিল্ম এবং আইবিএম যৌথভাবে ৩৫ টেরাবাইট ধারন ক্ষমতার একটি ক্যাসেট উদ্ভাবন করে। ধারনা করা হয়, ২০২০ সালের মধ্যে পৃথিবীতে থাকা তথ্যের পরিমান প্রায় ৪০ জেটাবাইট বা ৪৩ ট্রিলিয়ন টেরাবাইটে গিয়ে দাঁড়াবে। সনি জানিয়েছে, ” ক্লাউড সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদা এবং বড় ডাটা সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন একটি মাধ্যম উদ্ভাবন অপরিহার্য যা অনেক পরিমানে তথ্য ধারনে সক্ষম।”
তবে এই মাধ্যমটিকে কোনভাবেই ডিজিটাল ডাটা স্টোরেজ ডিভাইসের প্রতিদ্বন্দ্বী বলা যাবে না। কেননা এর তথ্য প্রক্রিয়াকরনের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। তবে নিরাপদে তথ্য ধারনের জন্য এটি হতে পারে আদর্শ মাধ্যম।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.