গুগল অ্যাডসেন্স এর কঠিন বিকল্প।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৩:২১ PM |
আমরা যারা ব্লগার তারা প্রতিনিয়ত ছুটছি অ্যাডসেন্স নামক সোনার হরিনের সন্ধ্যানে কিন্তু ঐ হরিণ পাওয়াটা এখন আরও কঠিন হয়ে গেছে । আবার যদি পাওয়া ও যায় , তাহলে তাকে রক্ষা করাটা আরো বেশি কঠিন। অ্যাডসেন্স পাবলিশারদের প্রতিদিন এই চিন্তায় ঘুম হারাম যে কখন ব্যান হই । আবার, ইদানিং কালে বাংলাদেশি অ্যাডসেন্স পাবলিশারদেরকে ভাল রেভেনিউ ও দিচ্ছে না গুগল । তাহলে, উপায় ? উপায় আছে ।  Yllix.com নামক সাইট টি গুগল অ্যাডসেন্স থেকে কোন অংশে কম নয়। এটা থেকে ভাল আরনিং করা সম্ভব । এটা তে সকল ধরনের এড বিদ্যমান ।
jllixmeda
Yllix.com এর সুবিধাদি হচ্ছেঃ
১) যে কোন ধরনের সাইট হলেই চলবে ।
২) সাইটের জন্য জটিল কোন পলিসি নাই ।
৩) আরনিং ও আদসেন্সের প্রায় সমান ।
৪) এক্টিভ রেফারেল যোগার করতে পারলে রেফারেল প্রতি ৫০ ডলার বোনাস ।
৫) নূড সাইটে ও কোন সমস্যা নাই ।
৬) এটা ছিটিকা, এডব্রাইট ইত্যাদির পাশাপাশি ব্যবহার করা যাবে।
৭) কমপক্ষে ১ ডলার হলেই পেমেন্ট দেয়া হয় ।
8) এর পেমেন্ট পেইজা, পেইপাল এবং চেক এর মাধ্যমেও পাওয়া যায় ।
Yllix.com এর অসুবিধাদি হচ্ছেঃ

১) এটা গুগল আদসেন্সের পাশাপাশি ব্যবহার করা যাবেনা, করলে গুগল অ্যাডসেন্স ব্যান ।
২) এটাতে একটানা ৭ দিন কোন ইম্প্রেশন না থাকলে  অ্যাকাউন্ট স্থগিত হতে পারে ।
তাহলে , দেরি না করে, এখুনি  http://Yllix.com (Yllixmedia) তে একটি একাউন্ট করে নিন আর এড পাবলিশ করে টাকা আয় করতে থাকুন নিশ্চিন্তে ও  নির্ভয়ে ।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.