পৃথিবীর প্রথম বাস চলে প্যারিসে ১৬৬২ সালে । তখন বাসটি ৮ জন যাত্রী বহন করতে পারত । দিন বদলের পালায় বাসেরও পরিবর্তন এসেছে । পৃথিবীতে কত রকমের বাস আছে তা জানা নেই, তবে এর সংখ্যা যে অধিক তা নিশ্চিত । বর্তমানে আমাদের দেশে ডিজিটাল বাস নামে এক প্রকার বাস চালু হয়েছে ।
ডিজিটাল বাস ! এমন অদ্ভুত নাম আমরাই দিতে পারি যদিও পূর্বকালে এনালগ বাস নামে কোন বাস চলতে দেখি নি । কি আছে এই বাসে ?
এই বাসে আপনি আপনার স্মার্ট ফোন থেকে মাগনা ( ফ্রি ) ইন্টারনেট চালাতে পারবেন ।
তবে , আপনার অবশ্যই স্মার্ট ফোন আর বিশেষ এ্যাপস থাকতে হবে ।
এই বাস কখন কোথায় অবস্থান করছে তা আপনি ঘরে বসেই যাদুর আয়নার মতো অর্থাৎ মোবাইলে জানতে পারবেন ।
কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাতে পারবেন বিশেষ ওয়েবসাইটের মাধম্যে ।
এসকল ঘটনা ঘটলে বর্তমান দৃশ্যের সাথে ডিজিটাল বাসের দৃশ্যের কিছু পরিবর্তন হবে।
দৃশ্যগুলো কিছুটা মজা করে তুলে ধরছি –
দৃশ্য - ১ :
আগের বাসে উঠার সময় জিজ্ঞাসা করা হত বাস কোথাও থামা থামি করে কিনা । আর এখন বাসে উঠার সময় জিজ্ঞাসা করা হতে পারে বাসের ওয়াইফাই ঠিক আছে কিনা ।
দৃশ্য – ২ :
জায়গা মতো বাস চলে আসলেও দেখা যাবে যাত্রীরা বাস থেকে নামতে চাইবে না । কথাগুলো হয়ত এমন হবে –
- কি ভাই , আইসা পড়ছি তো । নামেন না কেনু ?
- ভাই , আর একটু , আর একটু । আর মাত্র দুই মেগাবাইট বাকি । আরে এখনি ফাইলটা নেমে যাবে ।
- :O
দৃশ্য – ৩ :
- এই পিচ্ছি , তুমি ডেইলি , ডেইলি কই যাও ? কোথাও নামো না কেনো ?
- নামমু কই । আমিতো ইন্টারনেট চালাইতে বাসে উঠি । ইন্টারনেট বিল আপনার বাস ভাড়ার থেকে বেশি । আর বাসায় বকাঝকা করে । এমনে হাওয়া খাইতে খাইতে চালাইলে ভালা না !
- :O
দৃশ্য – ৪ :
( অফিসের কর্মচারীরা আরো অলস হয়ে যাবে )
- এই তোমার অফিসের সময় হচ্ছে যাচ্ছ না কেনো ?
- কই আমার বাস তো আসে নাই । এতো আগে গিয়া কি করমু ?
- ঘরে থাইকা বল বাস আসে নাই । পাগল পাইছো ?
- আরে না । আমার বাস কই এইটাতো আমি মোবাইলেই দেখতাছি । হি , হি …
- ও ভালো তো । আচ্ছা , জান, তোমার মোবাইলে দেখতো আমার গহনার দোকানটা কই?
- :/
দৃশ্য – ৫ :
আগেরকার বাসের ড্রাইভার আস্তে বাস চালালে যাত্রীরা বকাঝকা করত । আর এখন দেখা যাবে বাস জোরে চালালে যাত্রীরা কেউ কেউ ক্ষেপে যাবে ।
- এতো জোরে চালাও কেনো । মারবা নাকি সবাইরে । মাত্র মোবাইলটা বাইর করছি আর এখনই দেখি অর্ধেক রাস্তা আইসা পড়ছি ।
দৃশ্য – ৬ :
হরতাল পার্টির এক পাতি নেতার মাথায় হাত ।
- ভাই হরতাল নাকি ছাই । কোন বাস পাইতাছি না যে ভাংচুর করমু ।
- তুই বেটা বোকারাম । মোবাইটা বাইর কইরা দেখ বাসগুলো কোথায় আছে ।
- পাইছি ভাই পাইছি ।
- তাইলে চল সেইখানেই যাই ।
- আপনের কি বুদ্ধি ভাই ।
দৃশ্য – ৭ :
সিকান্দার বক্স টাইপের কেউ বাসে উঠলে খবর আছে ।
- ঐ মিয়া এই দিকে আসু ।
- কি স্যার ।
- আইচ্ছা সবাই এমনে সম্মানে মোবাইল টিপতাছে কেরে ?
- স্যার , সবাই ইন্টারো নেট চালাইতাছে ।
- আমিও ইন্টারো নেট চালাইতে পারবু ?
- পারবেন ।
- কই আমিতো পারি না । আমারটায় আসে না কেরে ?
- স্যার এই মোবাইলে হইত ন ।
- হইত না কেরে ?
- এইটা নকিয়া ১১০০ ।
- টাকা দিয়া কিনছি । হইতো না কেরে । ঐ মিয়া হইত না কেরে ?
- সরি স্যার ।
- ঐ মিয়া বাস থামাও । আমি যাইতাম না তোমার বাসে । :/
দৃশ্য - ৮ :
ব্রেকিং নিউজ : আজ যাত্রীসহ বাস খাদে পড়ে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে ।
ঘটনাসূত্রে জানা যায় , ড্রাইভার , হেল্পারসহ বাসের সবাই ইন্টারনেট চালানোর কারনে ড্রাইভারের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থল থেলে ড্রাইভার পালিয়ে যান ।
দৃশ্য যেমনই হোক , সকল দৃশ্য বাস্তব নাও হতে পারে । তবে , দৃশ্যগুলো অপ্রাসঙ্গিক নয় , আশা করি ডিজিটাল বাস আমাদের জীবনে সুফল নিয়ে আসবে ।
আমি আরো আশা করি , একদিন গর্ব করে বলতে পারব আমি ডিজিটাল দেশে বাস করি । আমি একজন ডিজিটাল দেশের প্রতিনিধি ।