উদ্দেশ্য একটাই৷ বিশ্বের প্রতিটি অঞ্চল ইন্টারনেটের আওতায় নিয়ে আসা৷ ড্রোনের মাধ্যমে সেটাই করতে চায় গুগল আর ফেসবুক৷ এ লক্ষ্যে ড্রোন ছাড়াও বেলুন নিয়ে কাজ করছে গুগল৷ গতমাসেই ২০ মিলিয়ন ডলার দিয়ে ব্রিটিশ কোম্পানি ‘অ্যাসেন্টা' কিনে নেয় ফেসবুক৷ এই কোম্পানির তৈরি ড্রোন সৌরশক্তি দিয়ে আকাশে ভেসে থাকে৷ অ্যাসেন্টা কেনার আগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ভিত্তিক ‘টাইটান অ্যারোস্পেস' কেনার প্রতি আগ্রহ দেখিয়েছিল ফেসবুক৷ কিন্তু সেটা বাস্তব রূপ পায়নি৷ অবশেষে টাইটানকে কিনে নেয় গুগল৷ এ জন্য কত খরচ হয়েছে সেটা অবশ্য প্রকাশ করেনি তারা৷ অনেকটা গ্লাইডারের মতো দেখতে টাইটানের ড্রোনগুলো আকাশে ভেসে থাকতে সৌরশক্তির সাহায্য নেবে৷ এভাবে সেগুলো প্রায় পাঁচ বছর ভূমি থেকে প্রায় ১৯ কিলোমিটার উপরে ভেসে থাকবে৷ এই ড্রোনগুলোর সাহায্য নিয়ে গুগল বিশ্বের সেই সব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংকেত পাঠাবে, যেগুলো এখনো ইন্টারনেটের আওতায় আসেনি৷ এ সব ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণসহ আরও অন্যান্য কাজ করা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে গুগল৷ ড্রোনের বড় সুবিধা হলো, এর মাধ্যমে জিওস্টেশনারি স্যাটেলাইটের অনেক কাজ করা যায়৷ কিন্তু স্যাটেলাইটের চেয়ে ড্রোনের দাম কম৷ টাইটান অবশ্য এখনো বাণিজ্যিকভাবে ড্রোন নির্মাণের কাজ শেষ করেনি৷ তবে আগামী বছরের মধ্যেই সেটা সম্ভব হবে বলে জানা গেছে৷ প্রোজেক্ট লুন শুধু ড্রোন নয়, বিশ্বের সর্বত্র ইন্টারনেট পৌঁছে দিতে বেলুন নিয়েও কাজ করছে গুগল৷ তাদের এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট লুন'৷ এর আওতায় ভূমি থেকে প্রায় ২০ কিলোমিটার উঁচুতে বেলুন পাঠাতে চায় গুগল৷ এ সব বেলুনে থাকবে অ্যান্টেনা, যেগুলো ইন্টারনেট সংকেত সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে৷
Home » প্রযুক্তির খবর » ফেসবুকের পর এবার ড্রোন কোম্পানি কিনলো গুগল
ফেসবুকের পর এবার ড্রোন কোম্পানি কিনলো গুগল
মোঃ আব্দুল মাজেদ সরকার | ৭:০১ PM | প্রযুক্তির খবরউদ্দেশ্য একটাই৷ বিশ্বের প্রতিটি অঞ্চল ইন্টারনেটের আওতায় নিয়ে আসা৷ ড্রোনের মাধ্যমে সেটাই করতে চায় গুগল আর ফেসবুক৷ এ লক্ষ্যে ড্রোন ছাড়াও বেলুন নিয়ে কাজ করছে গুগল৷ গতমাসেই ২০ মিলিয়ন ডলার দিয়ে ব্রিটিশ কোম্পানি ‘অ্যাসেন্টা' কিনে নেয় ফেসবুক৷ এই কোম্পানির তৈরি ড্রোন সৌরশক্তি দিয়ে আকাশে ভেসে থাকে৷ অ্যাসেন্টা কেনার আগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ভিত্তিক ‘টাইটান অ্যারোস্পেস' কেনার প্রতি আগ্রহ দেখিয়েছিল ফেসবুক৷ কিন্তু সেটা বাস্তব রূপ পায়নি৷ অবশেষে টাইটানকে কিনে নেয় গুগল৷ এ জন্য কত খরচ হয়েছে সেটা অবশ্য প্রকাশ করেনি তারা৷ অনেকটা গ্লাইডারের মতো দেখতে টাইটানের ড্রোনগুলো আকাশে ভেসে থাকতে সৌরশক্তির সাহায্য নেবে৷ এভাবে সেগুলো প্রায় পাঁচ বছর ভূমি থেকে প্রায় ১৯ কিলোমিটার উপরে ভেসে থাকবে৷ এই ড্রোনগুলোর সাহায্য নিয়ে গুগল বিশ্বের সেই সব প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংকেত পাঠাবে, যেগুলো এখনো ইন্টারনেটের আওতায় আসেনি৷ এ সব ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণসহ আরও অন্যান্য কাজ করা যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে গুগল৷ ড্রোনের বড় সুবিধা হলো, এর মাধ্যমে জিওস্টেশনারি স্যাটেলাইটের অনেক কাজ করা যায়৷ কিন্তু স্যাটেলাইটের চেয়ে ড্রোনের দাম কম৷ টাইটান অবশ্য এখনো বাণিজ্যিকভাবে ড্রোন নির্মাণের কাজ শেষ করেনি৷ তবে আগামী বছরের মধ্যেই সেটা সম্ভব হবে বলে জানা গেছে৷ প্রোজেক্ট লুন শুধু ড্রোন নয়, বিশ্বের সর্বত্র ইন্টারনেট পৌঁছে দিতে বেলুন নিয়েও কাজ করছে গুগল৷ তাদের এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট লুন'৷ এর আওতায় ভূমি থেকে প্রায় ২০ কিলোমিটার উঁচুতে বেলুন পাঠাতে চায় গুগল৷ এ সব বেলুনে থাকবে অ্যান্টেনা, যেগুলো ইন্টারনেট সংকেত সারা বিশ্বে ছড়িয়ে দেয়া হবে৷
অনুসন্ধান
এখন সাথে আছেন
বিভাগ
আমাদের খাদ্য
ইন্টারনেট
ইন্টারনেটে আয়
উইন্ডোজ ১০
উইন্ডোজ ৮
উইন্ডোজ এক্সপি
উইন্ডোজ সেভেন
উৎসব
ওয়েব ডেভেলপমেন্ট
কবিতা- সাহিত্য
কেনাকাটা
ক্যারিয়ার
খেলার খবর
টিপস এন্ড ট্রিকস
টিভি
দুর্যোগ
ধর্ম
প্রতিভার খবর
প্রযুক্তির খবর
প্রাণী জগৎ
প্রেম-ভালবাসা
ফটোগ্রাফি
ফেসবুক
বাংলা ছিনেমা
ভ্রমণ
মোবাইল ফোন
রহস্যময় খবর
রেডিও
লাইভ টিভি
লিনাক্স
শিক্ষা
সচেতনতা
সম্পর্ক
সাংস্কৃতিক সংবাদ
সৌরবিদ্যুৎ
স্বাস্থ্য -চিকিতস্যা
হাসপাতালের নাম-ঠিকানা
জনপ্রিয় লেখাগুলো
-
ইংরেজীতে খুব পরিচিত একটি প্রবাদ রয়েছে ‘লাভ ইজ ব্লাইন্ড’। বাংলায় এর অনুবাদ করলে দাঁড়ায়, ভালোবাসা অন্ধ। যার আক্ষরিক অর্থ বলতে বোঝায় ভালোবা...
-
দেশি ব্রান্ড ওয়ালটন এর গতকাল ৮.৫.২০১৪ তে রিলিজ হওয়া নতুন একটি ডিভাইস এর খবর নিয়ে। এর আগে ওয়ালটন সর্বোচ্চ কোয়াডকোর এর ফোন এনেছিল এবার ওয়ালট...
-
অনেক ভুগিয়েছে আমাদের শর্টকাট,trojan,autorun,skype সহো আরও অনেক virus যা pen-drive এর সাথে আমাদের পিসি তে এসে পরে। আর আমি আজ যে antivirus ...