আগামী মে মাস থেকে চালু হতে যাচ্ছে লং টার্ম ইভ্যুলুশন এলটিই সেবা। ওয়াইম্যাঙ্ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোবাইল অপারেটররাও আসছে ২০১৪-১৫ অর্থবছরে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। তরঙ্গ বরাদ্দ এবং দেশজুড়ে 3G নেটওয়ার্ক চালুর লাইসেন্সিং নীতিমালার সমস্যায় এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না মোবাইল অপারেটররা। চতুর্থ
প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে বাংলালায়ন, কিউবি এবং বাংলাদেশ ইন্টারনেট এঙ্চেঞ্জ লি.-এর (বিআইইএল)। লাইসেন্স বাবদ এ প্রতিষ্ঠানগুলোকে গুনতে হচ্ছে ২৪৬ কোটি টাকা। এর মধ্যে বাংলালায়ন ও কিউবি লাইসেন্স নেয় এবং ম্যাংগো ছাড়া বাকি সবাই আর্নেস্ট মানি তুলে নেয়। আগের নিলামের ওপর ভিত্তি করেই ম্যাংগোকে এলটিই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। গত অক্টোবর মাসে বিডবি্লউএ গাইডলাইন সংশোধনের বিষয়টি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সূত্র আরও জানায়, ইতোমধ্যে রাশিয়ান প্রতিষ্ঠান মাল্টিনেটের মালিকানাধীন বিআইইএলকে ২৪৬ কোটি টাকা দিয়ে এলটিই লাইসেন্স ও দুই হাজার ৬০০ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ চূড়ান্ত করা হয়।