খুব সহজে জুম করুন আপনার মনিটরের পর্দা!!!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৭:৩৭ PM |










আজ আপনাদের নতুন একটা বিষয় জানাবো (অনেকের জানা থাকতে পারে) । যারা জানে না শুধু তাদের জন্য।
খুব সহজে আপনার মনিটরের পর্দা জুম করুন। যেকোন সময় যতটুকু প্রয়োজন। তাহলে জানা যাক।

এই জুম করতে আপনারWindows7 থাকতে হবে।xp তেও হতে পারে ট্রাই করে দেখতে পারেন।

pc চালু অবস্থায় আপনার কি বোর্ডের Windows key এবং+key একসাথে চাপ দিন। যতটুকু দরকার জুম করুন। আবার ফিরে যেতে  Windows key এবং -key একসাথে চাপ দিন ।দেখুন কেমন মজা। তার পর নিজেই বুঝবেন কি করতে হবে।
যারা এটি জানেন তারা মাফ করবেন। যারা জানেন না তারা খুব মজা পাবেন।
আজ এ পর্যন্তই !! সবাই ভাল থাকবেন। ভাল লাগলে কমেন্ট করবেন।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.