কম্পিউটার স্লো মনে হচ্ছে??? কয়েকটি উপায়ে ফাস্ট করুন, সাথে জেনে নিন কিছু সাবধানতা এবং পরামর্শ ।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১১:৩০ AM |

কম্পিউটার এ কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, বিভিন্ন সমস্যা থেকে বাচতে আমি কিছু টিপস দিব। এগুলো মেনে চললে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে কিছুটা কম।  
১। কম্পিউটার এ কখনো ২টি এন্টিভাইরাস ইনস্টল করবেননা, তাহলে আপনার কম্পিউটার হ্যাং করবে, কোনো কাজ করতে পারবেন না  ।   
২। আপনার কম্পিউটার এর ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।

৩। স্টার্টাপ অপশন গুলো ডিজেবল করে রাখুন 
৪। কম্পিউটার এর ডেস্কটপ এ হাই ডেফিনেশন ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকুন 
৫। আপনার কম্পিউটার ফাস্ট রাখতে সবসময় রেম খালি করে রাখুন 
৬। অতিরিক্ত ফাইলগুলো সব  ডিলিট করুন ৩ দিন পর পর 
৭। অবাঞ্চিত কোনো সফটয়ার ইনস্টল করে সি ড্রাইভ বিজি করে রাখবেননা 
৮। ১ মাস পরপর আপনার ইন্টারনেট ব্রাউজিং হিস্টরি এবং কুকিস মুছে ফেলুন 
তাতে  মজিলা ফায়ারফক্স এবং ক্রম ব্রাউজার এর স্পিড বৃদ্ধি পাবে 
৯।  কম্পিউটারে এন্টিভাইরাস এর লাইসেন্স কপি ব্যবহার করুন, ভালো সাপোর্ট পাবেন

১০। অযাচিত যেকোনো ওয়েব সাইট এ সাইনআপ করা থেকে বিরত থাকুন, নয়তো স্পামিং এর ঝামেলায় পড়বেন 
১১। মাস খানেক পর কম্পিউটার এর রেম খুলে পরিষ্কার করে আবার লাগান, তাতে মাঝে মাঝে রিস্টার্ট হওয়া কিংবা ডিসপ্লে না আসা থেকে রেহায় পাবেন 
১২। কম্পিউটার এ বেশি বেশি প্রোগ্রাম নিয়ে কাজ করলে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম ব্যবহার করুন, তাতে কাজের আউটপুট ভালো পাবেন 
১৩। অটোমেটিক আপডেট এবং  ফায়ারওয়াল অফ করে রাখুন 
১৪।  অনিমেট্যাড্ আইকন, থিম কিংবা প্রফাইল দিয়ে কম্পিউটার বিজি না করাই ভালো, ক্লাসিক করে রাখতে পারলে আপনি সকল কাজে ভালো স্পিড পাবেন ।



 
 এছাড়া আরো জানতে আমার সাইট থেকে ঘুরে আসুন, অনেক টিপস সম্পর্কে জানতে পারবেন ।  
কাজে লাগতে পারে এমন কিছু লিংক :

আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গুগল এ সার্চ দিন, আর আপনার ব্রাউজার এর আড্রেস বারে যে সাইট এ ঢুকতে চান শুধু তার নাম লিখে Ctrl + Enter দিন, তাহলে বাম পাশে www. এবং ডান  পাশে .com চলে আসবে। মনে করুন আপনি গুগল এ ঢুকবেন তাহলে আড্রেস বারে google লিখে Ctrl + Enter দিন, এভাবে facebook লিখে Ctrl + Enter দিলেও facebook এ ঢুকতে পারবেন। এভাবে যেকোনো সাইট  এ শর্টকাটে ঢুকতে পারবেন । 


সবাইকে ধন্যবাদ । সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো ।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.