অবশেষে হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য চালু হল ভয়েস কলিং ফিচার।

মোঃ আব্দুল মাজেদ সরকার | ১০:০৫ AM |

হোয়াটসঅ্যাপ’ আর শুধুমাত্র মোবাইল ম্যাসেজিং সার্ভিস থাকছে না। বহু প্রতিক্ষীত ইন্টারনেট কলিং সার্ভিস নিয়ে আসতে যাচ্ছে ম্যাসেজিংয়ের এই শীর্ষস্থানীয় অ্যাপটি। হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচার যুক্ত হয়েছে বেশ কিছুদিন আগে। তবে এতদিন কেবল এই ফিচার পেয়েছে, এমন কারো কাছ থেকে কল পেলেই এই ফিচারটি চালু হতো। তবে এবার সর্বশেষ আপডেটে সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ২.১২.৫ ইন্সটল করলেই পাওয়া যাবে এই সুবিধা। সেখানে চ্যাট অপশনের পাশাপাশি যুক্ত করা হয়েছে কল করার ফিচারও। গুগল প্লেস্টোরের পাশাপাশি হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে এটি ইন্সটল করলে এই সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি শীঘ্রই আইওএস ডিভাইসের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। আগামী মাসেই আইওএস ডিভাইস ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। বহু প্রতীক্ষিত হোয়াটসঅ্যাপে এবার শুধু ম্যাসেজ নয় কথাও বলতে পারবেন আপনি!
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.