আসছে মোবাইল প্রজেক্টর!!

মোঃ আব্দুল মাজেদ সরকার | ৪:১৩ PM | |
BLOG
মার্কিন বিজ্ঞানীরা সম্প্রতি স্মার্টফোনের জন্য এমন একটি চিপ তৈরি করছেন যার মাধ্যমে আপনার হাতে ধরে রাখা স্মার্টফোনটি থেকে দেয়ালে প্রজেকশন করা সহজ হবে। বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গবেষকরা দাবি করেছেন, প্রজেকশন সুবিধার স্মার্টফোন শিগগিরই আসছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষকরা সম্প্রতি লাইট-বেন্ডিং সিলিকন চিপ তৈরি করেছেন। তারা দাবি করেছেন, এই চিপ লেন্স-ফ্রি প্রজেক্টর হিসেবে কাজ করতে পারবে এবং মোবাইল ফোনে যুক্ত করা যাবে।
এই চিপে যুক্ত থাকবে ইন্টিগ্রেটেড অপটিক্যাল ফেজড অ্যারে (ওপিএ) যা কোনো ছবিকে একটি একক লেজার ডায়োডের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ আকারে প্রদর্শন করতে সক্ষম।
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

অনুসন্ধান

Blogger দ্বারা পরিচালিত.